ছোট্ট একটা অসুখে আমরা কেমন ভেঙ্গে পড়ি, মনে হয় সব শেষ। এই বইটিতে ক্যান্সারের সাথে যুদ্ধ করে কিভাবে বেঁচে থাকা যায় তা দেখিয়েছে The Fault in Our Stars বইটিতে। ক্যান্সার নিয়ে কিভাবে ভালোবাসা যায় তা দেখিয়েছে। মুভিটা আমি ২০১৪তেই দেখেছি। এত সুন্দর অভিনয় করেছে Shailene Woodley এবং Ansel Elgort।
বই হোক আর মুভি, কোট করার মত অনেক গুলো লাইন রয়েছে। যেমন Ansel Elgort as Augusts Waters মুখে সিগারেট নিয়ে তাতে আগুন না জ্বালিয়ে বলেঃ It’s a metaphor, see: you put the killing thing right between your teeth, but you don’t give it the power to do it’s killing.
বইটা ফিকশন হয়েও বাস্তব, বার বার প্রমান করল this world is not a wish granting factory.
বইটার লেখার স্টাইলও কিছুটা ভালো লেগেছে। Augustus Waters যখনি Hazel Grace কে দেখে বা তার সাথে কথা বলে, তখন ডাক নামে না ডেকে পুরা নামে ডাকাটা ভালো লেগেছে। বই এর প্লটা সুন্দর। বলে দিতে ইচ্ছে করছে না। যদি সুযোগ থাকে, বইটা পড়তে বলব অথবা মুভিটা, যদি দেখা না থাকে 🙂
ভাই, মুভিটা দেখে দুঃখ পেয়েছিলাম।