আমি গিয়েছি বাড়িতে, লক্ষীপুরে। বাইক নিয়ে। রাতে হাসিন ভাই জিজ্ঞেস করল শিমুল বাগান যাবো কিনা। আমি জিজ্ঞেস করলাম কখন। বলল পরের দিন রাতে। হিসেব করে দেখলাম সকালে ঢাকার দিকে রওনা দিলে দুপুরে পৌঁছানো যাবে। এরপর রেস্ট নিয়ে রাতে শিমুল বাগানের দিকে রওনা দিয়ে দেওয়া যাবে। বললাম যাবো। আমরা রওনা দিয়েছি ২০ তারিখ রাতে। সবাই মিলে […]