যে কারণে স্যামসাং বাংলাদেশের প্রোডাক্ট কেনার আগে ভাবা উচিৎ

সংক্ষিপ্ত উত্তর হচ্ছে সঠিক সার্ভিস পাওয়া যায় না। তারা থার্ডপার্টি সার্ভিস সেন্টারের উপর নির্ভরশীল। থার্ডপার্টি সার্ভিস সেন্টার ঠিক মত সার্ভিস না দিয়ে স্যামসাংকে যে তথ্য দেয়, সামসাং তাই বিশ্বাস করে। গ্রাহক প্রযাপ্ত প্রমাণ সহ অভিযোগ দেওয়া সত্ত্বেও ঐ অভিযোগকে গায্য করে না। এর থেকে বড় কারণ হচ্ছে কোয়ালিটি চেক না করেই নষ্ট প্রোডাক্ট ডেলিভারি দিয়েছে আমাকে।

আমার অভিজ্ঞতা

স্যামসাং থেকে আমি একটা ওয়াশিং মেশিন ক্রয় করি ২৫ এ জুন ২০২৪ তারিখে। মেশিনটি একই দিনে আমার বাসায় পৌছিয়ে দেওয়া হয়। এবং পরের দিন এসে ইন্সটল করে দেওয়া হয়।  ইন্সটল করার পর ব্যবহারের প্রথম দিন থেকেই মেশিন অস্বাভাবিক শব্দ করে আসছিল। ধারণা করছি যা কোন কোয়ালিটি চেক করা ছাড়াই আমাকে পাঠানো হয়। যার কারণে শুরু থেকেই মেশিনটি সমস্যা করছিল।

প্রথম দিকে আমি কোন গুরুত্ব দেইনি। কিন্তু অতিরিক্ত শব্দ করা এবং মেশিনের ড্রাম মেশিনের বডিতে প্রচণ্ড জোরে বাড়ি খাচ্ছিল। আমি ভয় পাচ্ছিলাম যে কোন দুর্গটনা ঘটে যাবে। এরপর জুলাই এর ৫ তারিখে আমি স্যামসাং কাস্টোমার কেয়ারের সাথে যোগাযোগ করি।  

৬ তারিখে একজন টেকনিশিয়ান মেশিন দেখতে আসে। ভিজ্যুয়াল কোন সমস্যা না পেয়ে  মেশিনের ক্যালিব্রেট করে। আমাকে জানানো হয় ঠিক হয়ে যাবে। এবং চলে যায়। যদিও মেশিন টেকনিশিয়ানের সামনেও প্রচণ্ড শব্দ করছিল। আমি ভিডিও করে রেখেছি। 

৬ তারিখের পরেও সমস্যা সমাধান হয় না। আমি আবারও ২৬ এ আগস্ট  কাস্টোমার কেয়ারে যোগাযোগ করি। বলি যে, আগের সমস্যা সমাধান হয়নি। কাস্টোমার কেয়ার জানালো মেশিন রিস্টার্ট দিতে। সমাধান হবে। কাস্টোমার কেয়ার থেকে যে ইন্সট্রাকশন দিয়েছে, আমার মডেলের সাথে ম্যাচ করেনি। ফলে আমি মেশিন রিস্টার্ট দেওয়ার কোন অপশন খুঁজে পাইনি। সমস্যারও সমাধান হয়নি। 

১৬ এ সেপ্টেম্বর আমি আবারো কাস্টোমার কেয়ারের সাথে যোগাযোগ করি। তারা আবার বলল সার্ভিস সেন্টার থেকে লোক আসবে। ১৭ তারিখে সার্ভিস সেন্টার থেকে আরেকজন টেকনিশিয়ান এসে ভিজিট করে। সমস্যা দেখে। কিন্তু সমাধান না করেই চলে যায়। আমাকে বলা হয় অফিসে জানাবে। কিন্তু অফিস থেকে কেউ কোন আপডেট না জানানোর কারণে আমি ১৯ তারিখে স্যামসাং কাস্টোমার কেয়ারের মেইলে ইমেইল করি। ফিরতি ইমেইলে আমাকে জানানো হয় তারা বিষয়টা খুব সিরিয়াসলি দেখছে। দ্রুত সমাধানের চেষ্টা করবে। কিন্তু কোন চেষ্টা আমি দেখিনি। কেউ আমার সাথে যোগাযোগ না করায় আমি আবার ২৪ তারিখে আপডেট জানতে চাই। তখনো একই জেনেরিক উত্তর পাই।  ‘তারা বিষয়টা খুব সিরিয়াসলি দেখছে। দ্রুত সমাধানের চেষ্টা করবে।’ যতবার যোগাযোগ করি, একই জেনেরিক উত্তর।

এভাবে একাধিকবার যোগাযোগের পর পহেলা অক্টোবরে আমার বাসায় আবার টেকনিশিয়ান আসে। উনাদের সামনেও মেশিন অত্যাদিক শব্দ করা সত্ত্বেও কোন সমাধান ছাড়াই চলে যায়। আমাকে বলে এমন শব্দ করবেই একটু। 

চতুর্থ অক্টোবরে মেশিন ব্যবহার করতে গিয়ে দেখি অস্বাভাবিক ভাইব্রেশন এবং শব্দ হচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম কোন দূর্ঘটনা ঘটে যাবে। ভেতরের ইলেকট্রিক ওয়ারিং ছিঁড়ে যেতে পারে।  আমি দ্রুত আবারো ইমেইলে প্রমাণ সহ স্যামসাং সার্ভিস সেন্টারে যোগাযোগ করি।

পরের দিন আবার সার্ভিস সেন্টার থেকে কল দেয়। জিজ্ঞেস করে আমি বাসায় থাকব কিনা। আমি বলেছি থাকব। ঐ দিন সার্ভিস সেন্টার থেকে কেউ আসেনি। পরের দিনও না। এরপর আমি আবার কাস্টোমার কেয়ারে ইমেইল দেই। ওরা আমাকে কল করে। এই প্রথমবার আমার সাথে সামস্যাং থেকে যোগাযোগ করা হয়। একবারই। তাও অভিযোগ ছিল আমার নাম্বার বন্ধ ছিল। এই জন্য আমার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি সার্ভিস সেন্টার থেকে। ওরা জানালো বিষয়টা দেখছে।

টিকেটে গিয়ে দেখি আমার সাথে যোগাযোগ করা যায়নি অজুহাতে টিকেট ক্লোজ করে দেওয়া হয়েছে। অথচ আমার মোবাইলে মিসকল এলার্টও চালু রয়েছে। কেউ যদি কল করার চেষ্টা করত, তার এলার্টও আমি পেতাম।

ফিরতি মেইলে আমাকে জানানো হয় যে একাধিক বার ডায়াগনোসিস করে মেশিনে কোন সমস্যা পায়নি। যে কারণে সার্ভিস ক্যানসেল করা হয়েছে।  অথচ কেউ আসেনি চেক করতে।

সার্ভিস টিকেটঃ

পরে ৭ তারিখে আমি আবারো যোগাযোগ করি সার্ভিস সেন্টারে। তারা আবারো আমাকে আশ্বাস দিয়েছে সমস্যাটা দেখবে। এছাড়া আমার এই পণ্যের ওয়ারেন্টি মাত্র এক বছরের। এভাবে কালক্ষেপণ করায় ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে।

জিনিসটাকে আমি পাবলিক করতে চাইনি। আমি স্যামসাং এর ব্র্যাডিং হেড এর নাম্বার কালেক্ট করি। উনাকে ফোন করে আগে অনুমতি নেই যে সমস্যাটাকি উনাকে জানাবো? উনি বলল জানাতে। এরপর জানালাম। উনাকে রিকোয়েস্ট আইডি দিতে বলল। আমি দিলাম। এরপর উনি রিসিভ করছেন কিনা, বা কোন পদক্ষেপ নিয়েছেন কিনা, আমি জানিনি। তবে হোয়াটসঅ্যাপের মেসেজ উনি সিন করেননি, এতটুকু দেখতে পাচ্ছি।

এত ভাবে ওদের সাথে যোগাযোগ করেছি। সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করেছি। আশ্বাস, দেখবে। কিন্তু পর্যাপ্ত স্টেপ নেওয়া হয়নি। এখন ফ্রাস্ট্রেটেড হয়ে এবং প্রায় চারমাস অপেক্ষার পর জিনিসটা পাবলিক করলাম। ওদের সাথে আমি ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে এতবার যোগাযোগ করছি, এত এফোর্ট দিয়েচ্ছি। একই পরিমাণ এফোর্ট দিয়ে কোন প্রজেক্ট করলে কয়েকটা মেশিন কেনার টাকা হয়ে যেতো!

এতবার যোগাযোগ করেও সমস্যাটা সমাধান হয়নি। প্রায় চার মাস হতে চলল, এখনো একটা সমস্যা সমাধান করতে পারেনি। আমি স্যামসাং এবং সার্ভিস সেন্টার, উভয় পক্ষের প্রফেশনালিজমের ঘাটতি পেয়েছি। আমরা ভালো ব্র্যান্ড থেকে বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনি যেন ভালো সার্ভিস পাই। এদের যদি এই অবস্থা হয়, কি করা যায়?

০৯-১০-২৪

যাই হোক, আমি ভোক্তা অধিকারে অভিযোগ দায়ের করেছি। আমার ইচ্ছে ছিল না অভিযোগ করার। আমি আশা করেছিলাম এরা সমাধান করে দিবে। কিন্তু সমাধান করার কোন সলিড স্টেপ নিতে দেখিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি চেক করা ছাড়া একটা প্রোডাক্ট কিভাবে ডেলিভারি দিয়েছে। এটাও ভাবার বিষয়।

আমি ফেসবুকে পোস্ট দেওয়ার পর অনেকেই জানালো অনেকেই সিমিলার এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে। পিসিবিল্ডার্স তো একটা ভিডিও বানিয়েছে

এই পোস্টটা আজকেরঃ

Brand Practitioners Bangladesh গ্রুপে একই দিনে দুইটা পোস্ট স্যামসাং সার্ভিস নিয়ে। অন্য কোন কোম্পানির এমন সমস্যা এত বেশি নজরে পড়েনি। এর মানে হচ্ছে এরা আফটার সেলস সার্ভিসকে কোন গুরুত্বই দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে কোয়ালিটি চেক না করে প্রোডাক্ট ডেলিভারি দিবে কেনো? প্রডাক্ট ব্যবহার করার কয়েক দিন পর সমস্যা হলে তাও মানা যেতো। কিন্তু বেশির ভাগ অভিযোগ দেখলাম প্রথম থেকেই সমস্যা। এরা কি প্রোডাক্টের কোয়ালিটি চেক করে না?

আপডেট – ১০-১০-২৪

দশ তারিখ সন্ধ্যায় আমার সাথে স্যামসাং থেকে একজন কথা বলে। বলল আমার সাথে সার্ভিস সেন্টার থেকে যোগাযোগ করবে। এবং ৭-৮ দিনের মধ্যে এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। আমি জিজ্ঞেস করেছিলাম সাত দিন কেনো লাগবে। উনারা জানালো উনাদের ইন্ডিয়ান টিমের সাথে এই বিষয়ে আলোচনা করবে। সমস্যা এনালাইসিস করবে। যদিও আমি জিজ্ঞেস করেছিলাম এত দিন কেনো করা হয়নি ইত্যাদি। যাই হোক, ইনশাহ আল্লাহ আমি এই লেখায় আপডেট জানাবো।

আপডেট – ১২-১০-২৪

শনিবার দুপুরের দিকে আমাকে স্যামসাং থেকে ফোন করে আপডেট দিল। জানালো ১৪ তারিখ যোগাযোগ করবে। নিজেদের থেকেই।

আপডেট – ১৬-১০-২৪

১২ তারিখে বলেছিল ১৪ তারিখে আমার সাথে যোগাযোগ করবে। আজ ১৬ তারিখ। কোন আপডেট নেই। আমি ইমেইলে করে জিজ্ঞেস করেছি বিষয়টা।

আপডেট ২০-১০-২৪

স্যামসাং কাস্টোমার কেয়ার থেকে কোন রিপ্লাই না পেয়ে গত বুধবার, ১৬ তারিখ ট্রান্সকমের যে আউটলেট থেকে প্রোডাক্ট কিনি, উনাদের সাথে যোগাযোগ করি। সার্ভিস পাচ্ছি না জানালাম। উনারা জানালো পরের দিন স্যামসাং এর সাথে যোগাযোগ করবে। ১৭ তারিখ জানালো উনি উনাদের ম্যানেজমেন্টে জানিয়েছে বিষয়টা। তারা যত দ্রুত সম্ভব, সমাধান করার চেষ্টা করবে। আজ আবার শোরুমে ফোন করে আপডেট জিজ্ঞেস করলাম। জানালো যে দুই একদিন সময় চাচ্ছে। আমার মেশিনের যে অংশটার কারণে সমস্যা হচ্ছে, তা আসবে দুই একদিনের মধ্যে। আসলে ঠিক করে দিবে। আর না হয় মেশিন পরিবর্তন করে দিবে।

এর কিছুক্ষণ পর সাম্যাসাং সেলস থেকে একজন ফোন করে। আমাকে জানানো হয় যে পার্টস অর্ডার দিয়েছে। নভেম্বরের মধ্যে আসবে। অথচ শো রুম থেকে জানালো দুই এক দিনের মধ্যে আসবে। আমি উনাকে জিজ্ঞেস করলাম কেনো এত দিন সময় লাগবে? এছাড়া কেনো আমি নতুন মেশিন কিনে এতদিন অপেক্ষা করব। অনেক গুলো প্রশ্ন করি। উনি আমাকে বলল একটা ইমেইল দিচ্ছি, সেখানে মেইল করতে।

যে ইমেইল দিয়েছে, তা হচ্ছে [email protected], যেখানে অলরেডি আমি যোগাযোগ করেছি। কেউই কোন কিছু কেয়ার করে না। দ্বায়িত্ব নিয়ে কোন কাজ কেউ করে না মনে হচ্ছিল।

উনাকে হোয়াটসঅ্যাপে জানাই যে অলরেডি কথা হয়েছে এই ইমেইল এড্রেসে। উনি আবার ফোন দেয়। আমি জিজ্ঞেস করি ঠিক কি পার্টস নষ্ট হয়েছে আমার? কি পার্টস অর্ডার দিয়েছে, এটা জানতে পারি কিনা। উনি তখন আমাকে জিজ্ঞেস করল আমার মেশিন কি, কি সমস্যা। এর মানে সমস্যা কি উনিও জানে না। আমি বললাম নয়েজ করে। উনি বলল মেশিন চলে? আমি বলি চলে। উনি বলল ওয়াস হয়? আমি বললাম হয়… জিজ্ঞেস করল ওয়াস হয়, তাহলে কি সমস্যা। আমি আবারও খুলে বলতে গেলাম। বিরক্ত হয়ে লাইন কেটে দিল! যেন নয়েজ করা কোন সমস্যাই না। মেশিন চললেই হলো। কি আজব!

একটু পর আবারও কল দিলো। বলল কি নয়েজ হয়, তা ভিডিও করে পাঠাতে। আমি বললাম ভিডিও করা আছে। আমি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালাম। এরপর উনি জানালো অন্য একজন আমার সাথে যোগাযোগ করবে।

এরপর একজনের সাথে কথা হয়। উনিও সেলস টিমের। আবার সব খুলে বলতে হয়। উনি জানালো নতুন করে আরেকজন টেকনিশিয়ান পাঠাবে। দেখবে কি সমস্যা। আমি বললাম আচ্ছা।

বাসায় আসার পর প্রথমজন ফোন দেয়। দিয়ে বলে নতুন আরেকটা জব আইডি তৈরি করে দিতে। আমি বললাম ঠিক আছে। দিচ্ছি।

কাস্টোমার কেয়ারে নক দিলাম। উনারা জানালো আমার জব আইডি 4402434498, এবং স্ট্যাটাস হচ্ছে পার্টেসর জন্য পেন্ডিং।

এই জব আইডি সম্ভবত স্যামসাং থেকে করা হয়। যার কোন আপডেট আমি পাইনি। কেউ আপডেট দেওয়ার প্রয়োজন মনে করেনি।

যাই হোক, এই জব আইডি সেলেস রিপ্রেজেন্টেটিভের কাছে দেই। উনি ফোন দিয়ে জানায় যে এটার জন্য ১৬ তারিখে পার্টস অর্ডার করা হয়। আমি জানালাম যে এই জব আইডি সম্পর্কে আমি জানিনা। কোন আপডেট আমাকে জানানো হয়নি।

এটলিস্ট কিছুটা প্রগ্রেস হচ্ছে। যা খুশির খবর। যদিও আমার সন্দেহ হয় যে এরা সত্যিই পার্টস অর্ডার দিয়েছে কিনা। কারণ আমার সাথে যোগাযোগ নাই। আমার বাসায় কোন টেকনিশিয়ান আসে নাই। ঠিক কি পার্টস অর্ডার দিয়েছে। কেনো দিয়েছে, কোন কিছুই ক্লিয়ার না। তো আমার কাছে কেনো জানি মনে হয় এই পার্টস অর্ডারের নাম করে সমস্যাটা ঝুলিয়ে রাখবে। আমি এখন যতবার ওদের সাথে যোগাযোগ কবর, ততবার এখন একটাই রিপ্লাই দিবে। পার্টস অর্ডার করা হয়েছে!

তবে একটা কিছু ক্লিয়ার। সেলস, সার্ভিস, কারো সাথে কারো সঠিক কমিউনিকেশন নাই। সবাইকে প্রথম থেকে সব ক্লিয়ার করে বলতে হয়। এমনকি এই সেলস রিপ্রেজেন্টেটিভ আমাকে চার্জ করে বসে যে আমি উনাকে সব খুলে বলিনি। আমি নাকি উনাকে বলিনি যে আমার বাসায় টেকনিশিয়ান আসতে চেয়েও আসতে পারেনি। আমার ফোন বন্ধ থাকার কারণে। আমার ইগোতে লেগেছে। উনাকে আবার সব ক্লিয়ার করে বলতে হয়েছে। বলতে হয়েছে যে সার্ভিস সেন্টার মিথ্যে বলেছে।

আপডেট ২৮-১০-২৪

আমাকে সেলস রিপ্রেজেন্টেটিভ বলেছিল দুই তিন তিনদিনের মধ্যে আমি একটা সমাধান পাবো। যদি না পাই, যেনো সোমবারে যোগাযোগ করি। সমাধান হয়নি। স্যামসাং থেকেও কেউ যোগাযোগ করেনি। উনাকে জানাই। উনি ব্যস্ত ছিল। কে জানি হাসপাতাল। ইত্যাদি। অন্য একজনের সাথে কথা বলি। বলল দেখতেছে বিষয়টা। আমি এই দিকে আবারও ট্রান্সকমের যে শো রুম থেকে কিনি, তাদের সাথে যোগাযোগ করি। উনিও জানালো দেখবে। আমিও কিছুটা ব্যস্ত ছিলাম। তাই আর কারো সাথে যোগাযোগ করিনি।

পরের দিন মানে ২৯ তারিখে আবার যোগাযোগ করি। আপডেট জানতে চাই সাপোর্টে কথা বলে। পার্টস অর্ডার করা হয়েছে। পার্টস নেই। তাই দেরি হচ্ছে। যা ভেবেছি, তাই। এটা এক ধরণের ফাইজলামি। মানুষকে সার্ভিস না দেওয়ার পায়তারা।

পরে সার্ভিস সেন্টারের একজনের সাথে কথা বলি। উনাকে জব আইডি দেওয়ার পর উনি জানালো যে আমাকে ফুল রিফান্ড দেওয়া হবে। আমি নভেম্বরের ২০/২৫ তারিখের মধ্যে ফুল রিফান্ড পেয়ে যাবো। এর মধ্যে আমার সাথে যোগাযোগ করে আমার ব্যাংক ডিটেইলস নেওয়া হবে। তারা একাউন্ট পে চেক দিবে, তাই।

এই যে কোন আপডেট আমাকে জানানো হয় না, আমি বিভিন্ন যায়গায় একাধিক বার ফোন করেও কোন সার্ভিস পাচ্ছি না। কি হচ্ছে না হচ্ছে, কিছুই জানি না। কি পরিমাণ হ্যাসেল বিষয় গুলো। একটা ওয়েল স্টাবলিশড কোম্পানি থেকে যা মোটেও আশা করা যায় না। যাই হোক, দেখা যাক ফিউচারে কি হয়।

4 thoughts on “যে কারণে স্যামসাং বাংলাদেশের প্রোডাক্ট কেনার আগে ভাবা উচিৎ”

  1. আপডেটের জন্য অপেক্ষা করছি। স্যামসাং সার্ভিস ইজ টেরিবল।

    Reply
    • জ্বি ভাই, ইনশাহ আল্লাহ রেগুলার আপডেট দিব।

  2. আসসালামু আলাইকুম ভাইজান ।
    আপনি স্যামসাং এর গ্লোবাল এক্স হ্যান্ডেল এ টুইট করে রাখতে পারেন, এসব গ্লোবাল ব্র্যান্ড হয়ত খেয়াল করতে পারে।

    Reply

Leave a Reply