ওয়ানপ্লাস সবুজ দাগ পড়া ডিসপ্লে ফ্রিতে রিপ্লেস

ওয়ানপ্লাসের ডিসপ্লেতে গ্রিন দাগ পড়া গ্লোবাল ইস্যু। অনান্য দেশে ফ্রিতে ডিসপ্লে পরিবর্তন করে দেয়। বাংলাদেশের অনেকে ইন্ডিয়া গিয়েও নাকি ডিসপ্লে পরিবর্তন করে এনেছে। দেশেও যে দেয় রিপ্লেস করে, জানতাম না আমি।

বাংলাদেশেই এখন যে কোন ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে গিয়ে আপনার ডিভাইসের ডিসপ্লে ফ্রিতে রিপ্লেস করে নিতে পারবেন, যদি গ্রিন লাইন পড়ে। অন্যান্য কোন সমস্যা থাকলে ফ্রিতে রিপ্লেস করে দিবে না হয়তো। ফ্রিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য নিচের শর্তগুলো মানতে হবে। আর OnePlus 8, 9 এবং 10 মডেলের ফোন গুলো শুধু মাত্র রিপ্লেস করে দিবে।

ডিসপ্লে রিপ্লেস করার আবেদন করার পর ওরা বলল ৬ মাসের মত সময় লাগবে। পার্টস আসলে ফোন করে জানাবে। এরপর ফোন নিয়ে গেলে পরিবর্তন করে দিবে। আবেদন করতে যাওয়ার সময় মানি রিসিট, বক্স ইত্যাদি নিয়ে যেতে বলে। যদিও সেগুলো ম্যান্ডাটরি না। আপনার NID কার্ড নিয়ে গেলেও হবে বলল। এসব নিয়ে ওয়ানপ্লাসের সার্ভিস সেন্টারে গিয়ে প্রচুর কথা কাটাকাটি হয়েছিল আমাদের। সেগুলো এখানে আর উল্লেখ করলাম না। 😐

ডিসপ্লেতে গ্রিন লাইন পড়লে যে কোন দেশে কেনা ওয়ানপ্লাস ফোন হলেই আপনি ফ্রিতে রিপ্লেস পাবেন। যদি কোন কারণে না দিতে চায়, লিখিত ভাবে চাইবেন কেনো দেওয়া সম্ভব না।

Leave a Reply