macOS সেকোয়য়া-তে ব্যাটারি ড্রেইন সমস্যা এবং সমাধান

নতুন macOS সেকোয়য়া আপডেট করার পর আমার পুরাতন ম্যাকবুক স্লিপ মুডেও ব্যাটারি ড্রেইন হয়। অনেকেই জানালো একই সমস্যা ফেইস করছেন। সকালে ফুল চার্জ থাকলেও সন্ধ্যার মধ্যে স্লিপ মুডেও নাই হয়ে যায় ব্যাটারি!

যাই হোক, এর একটা সমস্যান পেয়েছি। তা হচ্ছে ডীপ হাইবারনেশন মুড চালু করা। টার্মিনালে গিয়ে নিচের কমান্ড লিখুনঃ

sudo pmset -a hibernatemode 25

আপনার মেশিনের লগিন পাসওয়ার্ড চাইবে, তা দিয়ে এন্টার প্রেস করুন। ডীপ হাইবারনেশন অন হয়ে যাবে। রিটার্ণ কিছু আসবে না।

এই হাইবারনেশন মুডে র‍্যামকে ফ্রি করে র‍্যাম থেকে ডেটা হার্ডডিস্কে নিয়ে যায়। আবার স্লিপ মুড থেকে অন করলে হার্ডডিস্ক থেকে ঐ ডেটা কপি করে র‍্যামে নিয়ে যায়। র‍্যাম তখন আর চালু রাখা লাগে না। ফলে ব্যাটারিও খরচ হয় না। তবে এই মুড অন করার পর ল্যাপটপের লিড ওপেন করলে স্বাভাবিকের থেকে একটু বেশি সময় লাগবে মেশিন রেডি হতে।

এই মুড অন করার পর থেকে এখন আর আগের মত ব্যাটারি ড্রেইন হচ্ছে না। গত রাতের পরের রেজাল্টঃ

যারা আইম্যাক বা ম্যাকমিনি ব্যবহার করেন, তারাও এই হাইবারেনশন অন করে নিতে পারেন। মেশিন সারাক্ষণ আর অন হয়ে থাকবে না। আমি আইম্যাক স্লিপ মুডে রাখলেও কিছুক্ষণ পর দেখি ঐ বেটা জেগে জেগে কি জানি করছে। বুঝছি কিভাবে? এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছি। অন থাকলে ঐ হার্ড ডিস্কের বাতি জ্বলে। স্লিপ মুডে জ্বলে না।

কেউ যদি পূর্বের সেটিং এ ফিরে যেতে চান, তাহলে নিচের কমান্ড রান করবেনঃ

sudo pmset -a hibernatemode 3

হাইবারনেট মুড 3 হচ্ছে ল্যাপটপের জন্য ডিফল্ট মুড।

পাশাপাশি নিচের সেটিং গুলো অন করা না থাকলে করতে পারেন।

Settings > Battery > Options এবং এখান থেকে পাওয়ার ন্যাপ ডিজেবল করে নিয়েন।

ম্যাকওএস এর অন্যান্য হাইবারনেশন মুডঃ

    Hibernate ModeBehaviorPower ConsumptionWake-up SpeedUsage
    0Standard sleep (RAM stays powered, no disk write)Medium (RAM stays powered)Fast (RAM immediately available)Default for desktop Macs; no data saved to disk.
    1RAM-only sleep (deprecated mode)High (RAM remains powered)FastOld mode, less safe than mode 3; rarely used.
    3Safe sleep (RAM + data written to disk)Medium (RAM stays powered)Fast (wakes from RAM if power persists)Default for laptops; balances speed and power saving.
    5Safe sleep (for hardware-encrypted volumes)Medium (RAM stays powered)FastUsed when FileVault encryption is enabled.
    25Full hibernation (RAM off, data saved to disk)Very low (RAM powered off)Slow (data restored from disk)Maximum power saving; best for long sleep durations.
    7Full hibernation (for encrypted volumes)Very low (RAM powered off)SlowFull hibernation with FileVault encryption enabled.

    18 thoughts on “macOS সেকোয়য়া-তে ব্যাটারি ড্রেইন সমস্যা এবং সমাধান”

    1. মাত্র খেয়াল করলাম আমারও ব্যাটারি ড্রেইন হয়েছে। ওর গুষ্টি উদ্ধার করবো এখন।

      Reply
      • মুরুব্বি মুরুব্বি… উহু উহু। জাস্ট একটা কমান্ডই যথেষ্ঠ 😀

    2. কাজের পোস্ট, ধন্যবাদ ভাই। যাই সেটিং টা এপ্লাই করে আসি!

      Reply
    3. এপ্লাই করলাম। স্লিপ মোড থেকে অন হতে একটু সময় লাগে। এটা কোন সমস্যা না আমার জন্য।

      Reply
      • আমার জন্য অনেক উপকারী ছিল। আমার সেকেন্ডারি ডিভাইস। তাই অন হতে একটু সময় নেওয়া সমস্যা করে না।

    4. টিপসটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জাকির ভাই। আমার air m1 sonoma তে এই প্যারা ফেইস করতেছিলাম। লিড বন্ধ করার ৭/৮ ঘণ্টা পর ওপেন করার পর দেখতাম ২০% চার্জ নাই। আপনার এই টিপস ফলো করে প্রায় ১০ঘন্টা পর ওপেন করে দেখি মাত্র ১% চার্জ গেছে

      Reply

    Leave a Reply