জাভাস্কিপ্ট ওয়েবে অনেক পাওয়ারফুল স্কিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তবে কোড গুলো সহজেই দেখা যায়, তাই কোন প্রাইভেসি থাকে না। কোড গুলো যে কেউ দেখতে পারে, এবং কপি করতে পারে। তাই সাধারনত ওয়েব এপ তৈরি করার জন্য সিকিউর ডেটা নিয়ে কাজ করার জন্য সার্ভার বেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
তবে জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছুই করা সম্ভব। রয়েছে কয়েক হাজার দরকারী লাইব্রেরী। আর একটু বুদ্ধি খাটালে তো যে কারো কোড কপি করা তো থাকছেই।
HTML & CSS যে কোন লেআউট তৈরি করার জন্য সবচেয়ে সহজ টুল।
আর যদি সিকিউর কোন তথ্য নিয়ে কাজ করতে হয়, তাহলে সার্ভার বেজ কিছু কোড লিখলেই সুন্দর একটা সফটওয়ার হয়ে যায়।
AppJS দিয়ে আপনি সহজেই HTML, CSS এবং Javascript ব্যবহার করে তৈরি করতে পারবেন উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক এর জন্য সফটওয়ার।
কি ভাবে করবেন?
অনেক সহজ, এখানে যানঃ http://appjs.com/
AppJS 0.0.20 Distributables থেকে আপনার অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করুন। তারপর এক্সট্রাক্ট করুন। এবং app.exe টা রান করুন 🙂
সুন্দর না?
app ফোল্ডারের ভেতর data দেখতে পাবেন, এর ভেতর content । এখানে গিয়ে HTML কোড পরিবর্তন করে দেখুন। কিছু জাভা স্ক্রিট যোগ করুন। আপনার ওয়েব প্রোগ্রামিং জ্ঞান কাজে লাগান। আর সবচেয়ে সহজে সফটওয়ার তৈরি করুন 🙂
বিস্তারিত জানার জন্য রয়েছে অনেক সুন্দর ডকুমেন্টঃ https://github.com/appjs/appjs/wiki
ধন্যবাদ সবাইকে… Happy Scripting!
এর দ্বারা তৈরি করা কোন অ্যাপের ডেমো পাওয়া যাবে?