ম্যাকে গ্রেডিয়েন্ট ইমেজ তৈরির জন্য ছোট্ট একটা টুল

সহজে গ্রেডিয়েন্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য একটা টুল তৈরি করেছি। ভাবলাম সবার সাথে শেয়ার করি।

এই যে অ্যাপ স্ক্রিনঃ

Screenshot

লিনিয়ার এবং রেডিয়াল (সার্কুলার), দুই ধরণের গ্রেডিয়েন্টই তৈরি করা যাবে। এখানে CSS কোড অটো জেনারেট করে দিবে। এছাড়া চাইলে ইমেজ হিসেবেও সেভ করা যাবে। মূল সুবিধা হচ্ছে একের অধিক কালার দিয়ে বিভিন্ন ওরিয়েন্টেশণের গ্রেডিয়েন্ট তৈরি করা।

ডাউনলোড লিঙ্ক।

2 thoughts on “ম্যাকে গ্রেডিয়েন্ট ইমেজ তৈরির জন্য ছোট্ট একটা টুল”

Leave a Reply