রাতে কম্পিউটিং আর দিনে ঘুম এভাবেই চলে যায় আমার দিন গুলো। আর দিনে ঘুমানোর কারন ক্লাসে বা কোথায়ও দিনে যেতে হলে বাসে প্রায় সময়ই আমার ঘুম চলে আসে। আমি জানি এটা খুব বাঝে অভ্যাস । তার পরও এটাকে নিয়ন্ত্রন করতে পারি না। তাই প্রায় সময়ই দেখা যায় বাস আমাকে গন্ত্যব্য থেকে অনেক দূরে নিয়ে যায়। আপনার ও যদি এ সমস্যা হয়ে থাকে তাহলে সমাধানের জন্য আপনার এন্ডোয়েডের জন্য একটা সফটওয়ার ব্যবহার করতে পারেন। এটা আপনার গন্তব্য আসলে আপনাকে জানিয়ে দিবে। আপনি ইচ্ছে করলে যে কোন মিউজিক দিতে পারবেন।
নাম হচ্ছে GPS এলার্ম।
এন্ডোয়েড থেকে সার্চ করে ডাউনলোড করে নিন। বিস্তারিত তথ্য জন্য ভিজিট করুন।
আইওএস ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারেন।
kaj to hoy na boss