ChatGPT – চ্যাট জিপিটি ব্যবহার, সুবিধা ও অসুবিধা

বর্তমানে টেক জগতে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তা হচ্ছে Chat GPT। চ্যাট জিপিটি হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল। বুদ্ধিমান মেশিনও বলতে পারি। ইন্টারেন্টে থাকা প্রচুর টেক্সট ডেটা ব্যবহার করে এটিকে ট্রেইন করা হয়েছে। এটিকে যে কোন প্রশ্ন করলে মানুষের মত লিখিত আকারে উত্তর দিতে পারে। কোন কিছু ব্যাখ্যা করে দিতে বললে সহজ ভাষায় ব্যখ্যা করে দেয়। কোন কম্পিউটার প্রোগ্রাম লিখে দিতে বললে কম্পিউটার প্রোগ্রাম লিখে দেয়। কোন একটা বিষয়ের উপর আর্টিকেল লিখতে বললে আর্টিকেল লিখে দেয়। বলতে পারি সর্ব বিষয়ে পারদর্শী একটা মানুষ যা করতে পারবে, এই Chat GPT তাই করতে পারে। একটাই লিমিটেশন, সব গুলো উত্তর লিখিত আকারে দেয়। btw, লেখাটি ১১ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে

চ্যাটজিপিটির কিছু ফিচার

যে কেউ Chat GPT এর সাথে চ্যাট করতে পারবে। বর্তমানে শুধু ওয়েব সাইটের মধ্যেই Chat GPT ব্যবহার করা যায়। Chat GPT এর সাথে চ্যাট করার জন্য ভিজিট করতে হবে https://chat.openai.com ঠিকানায়। এখানে গিয়ে একটা একাউন্ট খুলে এরপর লগিন করল চ্যাট করা যাবে। নিচের দিকে চ্যাট উইন্ডো রয়েছে। সেখানে গিয়ে যে কোন প্রশ্ন জিজ্ঞেস করলেই উত্তর দিবে। এছাড়া অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপও রয়েছে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে ChatGPT লিখে সার্চ করলে পাওয়া যাবে।

চ্যাট উইন্ডো

শুধু প্রশ্ন উত্তরের মধ্যেই এটি সীমাবদ্ধ নয়। আপনি অন্য একজন মানুষের সাথে ঠিক যেভাবে কথা বলতে পারেন, এই Chat GPT এর সাথেও তেমন কথা বলতে পারেন। আপনার যে কোন কাজের সাহায্য নিতে পারেন। পরীক্ষার প্রিপারেশন লাগবে? কোন বিষয়ের উপর প্রিপারেশন লাগবে, তা জানালে সে সাহায্য করবে। কোন কঠিন একটা টপিক্স বুঝতে পারছেন না? Chat GPT কে বলুন আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে, সে বুঝিয়ে বলবে। যেমন Explain quantum computer in simple terms লিখে প্রেস করলে সে আপনাকে খুব সহজ ভাষায় কোয়ান্টাম কম্পিউটার বুঝিয়ে বলবে।

Chat GPT এর কিছু ব্যবহারিক দিক

চ্যাট জিপিটি আপনার ডিজিটাল সহকারী হিসবে কাজ করবে। আপনি যে বিষয়েই কাজ করেন না কেন, তার সাহায্য নিতে পারবেন। যেমন একজন লেখক হয়তো কোন একটা টপিক্সের উপর একটা আর্টিকেল লিখবে। এখন ChatGPT কে বললেই সে লিখে দিবে। কত শব্দের মধ্যে লিখতে হবে, কত প্যারাগ্রাপ হবে সবই বলে দেওয়া যাবে। যেমনঃ Write me 500 word article about importance of AI লিখে কমান্ড দিলে যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের গুরুত্ব নিয়ে ৫০০ শব্দের একটা লেখা লিখে দিবে।

একজন প্রোগ্রামার হয়তো একটা প্রজেক্টে কাজ করছে। কিছু কোড লেখার ব্যপারে তার সাহায্য দরকার। সে Chat GPT ব্যবহার করে কোড লিখিয়ে নিতে পারবে। যেমন কেউ লিখল ‘Write Python code for read CSV’। তাহলে পাইথন প্রোগ্রামিং এ কিভাবে একটা CSV ফাইল রিড করা যায়, তার কোড লিখে দিবে। প্রোগ্রামিং এর কোন কনসেফট না বুঝলে তাও সহজ ভাষায় বুঝে নিতে পারবে। যেমন কেউ লিখল ‘Explain Dynamic Programming’। তাহলে ChatGPT খুব সহজ ভাষায় ডাইনামিক প্রোগ্রামিং বুঝে দিবে। কোন কোড লেখার পর ঐ কোডের সমস্যা গুলো খুঁজে দিতে বললে খুঁজে দিবে। কোন কোড না বুঝলে Chat GPT কে বললে বুঝিয়ে দিবে।

ইমার্জেন্সি কোন সাহায্য লাগলে তাও Chat GPT এর সাহায্য নেওয়া যাবে। যেমন কেউ এক্সিডেন্ট করার কারণে রক্তপাত হচ্ছে। সে Chat GPT কে যদি জিজ্ঞেস করে ‘how to stop bleeding’, তাহলে Chat GPT রক্তপাত বন্ধ করার উপায় গুলো বলে দিবে।

পড়ালেখা করার সময় কোন কিছু না বুঝলে Chat GPT এর সাহায্য নেওয়া যাবে। যেমন ‘Teach me the Pythagorean theorem’ লিখে কমান্ড দিলে পিথাগোরাসের উপপাদ্য সহজে শিখার উপয় বলে দেবে। ইতিহাস সম্পর্কিত কোন প্রশ্ন করলে উত্তর দিবে। পদার্থ বিজ্ঞানের কোন সূত্র না বুঝলে Chat GPT কে বললে বুঝিয়ে দিবে। ইত্যাদি।

কেউ চাইলে Chat GPT এর সাথে গেমও খেলতে পারবে। যেমন ‘play tic-tac-toe with me’ লিখলে tic-tac-toe গেম খেলবে। চাইলে লুডু বা যে কোন টেক্সট বেইজড গেম খেলা যাবে।

Chat GPT এর অসুবিধা

চ্যাটজিপিটি ইন্টারেন্টে থাকা টেক্সট গুলো ব্যবহার করে ট্রেইন করেছে। যেহেতু ইন্টারেন্টে প্রচুর ভুল তথ্যও রয়েছে। তাই এর সব রেসপন্স সঠিক নাও হতে পারে।
এটি ট্রেইন ডেটার উপর ভিত্তি করেই তথ্য গুলো জেনারেট করে। তাই এটি যে তথ্য গুলো জেনারেট করে, সেগুলো পুরোপুরি ইউনিক নাও হতে পারে।
স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির বিভিন্ন এসাইনমেন্ট তৈরি করতে অনেক স্টুডেন্ট এখন চ্যাটজিপিটি ব্যবহার করছে। এতে শেখার সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হবে। যদিও অনেক ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই এই ধরণের ট্যুল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু কে শুনবে কার কথা?

যে সব জব Chat GPT দিয়ে প্রতিস্থাপন হয়ে যেতে পারে

কিছু কিছু কাজ আছে, যেগুলো পুনরাবৃত্তিমূলক। বার বার একই ধরনের কাজ করতে হয়, সে সব কাজ গুলো খুব সহজেই Chat GPT বা এমন প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে অনেকেই এসব প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে। যেমন কাস্টোমার সাপোর্টের মত কাজ গুলো। বিভিন্ন পণ্যের সাপোর্টের কাজ গুলো এখন খুব সহজেই Chat GPT বা এরকম প্রযুক্তির মাধ্যমে করা যাবে। এতে নিশ্চিত অনেক মানুষ চাকরীচ্যুত হবে।

আর্টিকেল লেখে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করছে। এখন চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজেই যেহেতু আর্টিকেল লেখা যাচ্ছে, অনেকে এসব চাকরিও হারাবে।

প্রাথমিক পর্যায়ের যে কোন কোডই চ্যাট জিপিটি লিখে দিতে পারে। তাই শিক্ষানবিশ ডেভেলপার বা প্রোগ্রামারা আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাবে।

চ্যাটজিপিটির অনেক সুবিধে রয়েছে। রয়েছে কিছু অসুবিধেও। এখন সবাই যেটা নিয়ে উদ্বিগ্ন, তা হচ্ছে এটি কি মানুষের চাকরির জন্য হুমকি কিনা। কিছু জব নিশ্চিত Chat GPT দিয়ে সহজে করা যাবে। এর মানে এই না যে সবাই চাকরি হারাবে। কল কারখানায় তো এখন প্রায় কাজই অটোমেটিক মেশিন দিয়ে করা হচ্ছে। এর ফলে কিছু মানুষ চাকরি হারিয়েছে ঠিকই, আবার কিছু মানুষ এসব মেশিন রক্ষণাবেক্ষণ করার জন্য চাকরিও পেয়েছে। Chat GPT এর ক্ষেত্রেও তাই। আর্টিকেল Chat GPT দিয়ে লিখে নিলেও ঐ আর্টিকেল সঠিক ভাবে লেখা হয়েছে কিনা, তা তো যাচাই বাঁচাই একজন মানুষই করবে। প্রোগ্রাম লিখে দিলে ঐ প্রোগ্রাম ঠিক মত কাজ করে কিনা, তাও একজন মানুষই পরীক্ষা করে দেখবে। নিজেকে আরেকটু বেশি দক্ষ করে তুলতে হবে। আবার নতুন অনেক গুলো দিগন্তের উন্মেচন হয়েছে। চ্যাটজিপিটি ডেভেলপার নামে নতুন জবের সৃষ্টি হয়েছে। যারা এই Chat GPT এর API কে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির জন্য কাস্টম অ্যাপ তৈরি করে দিবে। তৈরি করে দিবে চ্যাটবট অ্যাপ। তাই সৃষ্টিশীল মানুষদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। নতুন কিছু তাদের ব্যস্ত রাখবে!

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে Chat GPT

বাংলাদেশের অনেক এজেন্সি এবং ফ্রিল্যান্সার যেহেতু অ্যাডমিন সাপোর্ট, কাস্টোমার সাপোর্ট এবং কল সেন্টারের সেবা দিয়ে আসছে, তাদের জব মার্কেট আস্তে আস্তে সংকুচিত হয়ে আসবে। আবার সফটওয়ার ডেভেলপমেন্টে যারা কাজ করছে, তাদের কাজের পরিধি বাড়বে। যেহেতু এই চ্যাট জিপিটি এবং এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ট্যুল গুলো জনপ্রিয় হচ্ছে, এই ট্যুল গুলো ব্যবহার করে নতুন নতুন অ্যাপ তৈরি করা যাবে। মার্কেটে এই ধরনের অ্যাপ ও ওয়েব সাইটের চাহিদা তৈরি হবে। তাই কেউ যদি নিজেকে এসব বিষয়ে দক্ষ করে তোলে, তাহলে ভবিষ্যৎ এ ভালো করতে পারবে। জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েব সাইট ফাইভারে কাজের নতুন ক্যাটেগরি যুক্ত করেছে। যে ক্যাটেগরির মধ্যে রয়েছে চ্যাট জিপিটি অ্যাপলিকেশন, মিডজার্নি আর্টিস্ট, চ্যাটবট ডেভেলপার ইত্যাদি। এসবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে তৈরি নতুন প্রযুক্তি। গুগলও এই সপ্তাহে চ্যাট জিপিটির মত করে Bard নামে একটা সার্ভিসের ঘোষণা দিয়েছে। এত বছর যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে কাজ করত, তাদের এখন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কিত সার্ভিস গুলোর জন্যও অপটিমাইজেশন করতে হবে। তাই কাজের পরিধি কিছু ক্ষেত্রে কমলেও অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। দরকার শুধু নিজেকে নতুন বিষয়ে দক্ষ করে তোলা।

 

নিচে চ্যাটজিপিটির কিছু কমান্ডের আইডিয়া দিচ্ছি, যেগুলো আপনি ব্যবহার করতে পারেনঃ

গেম খেলাঃ

  • Lets play rock paper scissors
  • I would like to play a dice game with you, what games can you play?
  • I would like to play Trivia with you

কিছু কিছু সহজে বুঝার জন্য কমান্ড

  • Teach me the Pythagorean theorum
  • Clearly describe quantum computing.
  • What is formula of Sulfuric acid?
  • Explain ‘What is Algorithm’ in a easy way.

প্যারাগ্রাপ বা কোন আর্টিকেল লেখাঃ

  • Write an essay on the benefits of eating healthy.
  • Can you help me to write a 500 word essay about Global Warming?
  • Write me 200 word paragraph about importance of AI.
  • Write a review of ‘Book Name’
  • Write a review of ‘Product Name’

সোশাল মিডিয়া পোস্টঃ

  • Write an instagram caption for a photo about Sea Beach.
  • Write a social media post about Steve Jobs
  • Write me a Facebook Ad about the benefits and importance of AI.

এগুলো অল্প কিছু উদাহরণ। ইচ্ছে মত যে কোন কমান্ডই আপনি ব্যবহার করতে পারবেন।

2 thoughts on “ChatGPT – চ্যাট জিপিটি ব্যবহার, সুবিধা ও অসুবিধা”

  1. চ্যাটজিপিটি নিয়ে বেশ সুন্দর একটা লেখা লিখেছেন।
    আপনার ওয়েবসাইটের বেশ কিছু লেখা আমি পড়েছি। অনেক প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনি লিখেন।
    প্রযুক্তি এবং এআই নিয়ে আরও লেখা লিখুন। এই বিষয়ে আমার অনেক আগ্রহ আছে।
    আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আপনার ওয়েবসাইটে কি আপনি গেস্ট রাইটার এলাও করেন?
    যদি গেস্ট রাইটারদের লেখা প্রকাশ করেন, তাহলে আমি আপনার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা লেখা লিখতে চাই। ধন্যবাদ। ভাল থাকবেন।

    Reply
    • আপাতত গেস্ট রাইটারদের লেখা নিচ্ছি না। কখনো নিলে ইনশাহ আল্লাহ জানাবো। ভালো থাকবেন। <3

Leave a Reply