বইটিকে স্টার্টআপ গাইড বলা যায়। এক্সপোনেনশিয়াল চিন্তা ভাবনা করতেও সাহায্য করবে। বইটির প্রথম অংশ হচ্ছে ইন্সপারেশনাল। পড়তে পড়তে নিজের মাথায় অনেক গুলো আইডিয়া আসবে। শেষ অংশ কিভাবে নিজের আইডিয়াকে কাজে লাগানো যায় তার উপর।
অনেক গুলো টেকনলোজি নিয়ে লেখা রয়েছে। যে গুলো হয়তো অনেক কিছুই আপনার অজানা থাকতে পারে। যেমন প্রযুক্তি রিলেটেড অনেক লেখা বা ভিডিও দেখার পরও বুঝতে পারি নি 3D প্রিন্টিং কতটুকু এগিয়ে গিয়েছে। অনেক গুলো স্টার্টয়াপ সাকসেস স্টোরি নিয়েও আলোচনা করা হয়েছে। যে গুলোর আইডিয়া অনেক ছোট কিন্তু এরপরও অনেক ভালো করতে পেরেছে। ছোট আইডিয়া দিয়েও কিভাবে বড় ইপ্যাক্ট তৈরি করা যায়, তার উদাহরণ রয়েছে।
আমার পড়ে দারুণ লেগেছে। প্রযুক্তিতে আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন।