৫ মিনিট। মাত্র ৫ মিনিট!

‘আহ, আমি যদি ঐটা করতে পারতাম’ এমন একটা আক্ষেপ অনেকেরই থাকে। হয়তো চিন্তা করে আমি যদি প্রোগ্রামার হতাম, তাহলে গুগলে জব করতাম। অথবা চিন্তা করে আমি যদি এস্ট্রোনাট হতাম, তাহলে নাসায় জব করতাম।

কেউ হয়তো চিন্তা করে আমি যদি ভালো গান গাইতে পারতাম বা গিটার বাজাতে পারতাম। অথবা নিজের একটি বিজনেস দাঁড় করাতে পারতাম। দিন শেষে দেখা যায় ইচ্ছে মত বা পছন্দের কাজটি না করে করতে হয় বোরিং কোন কাজ।

 

নিজের পছন্দের কোন কাজ করতে পারেন না,  কিন্তু করতে খুব ইচ্ছে করে? নিজের বর্তমান কাজ বা পড়ালেখার পাশা পাশি প্রতিদিন ৫টা মিনিট ঐ বিষয়ের জন্য বরাদ্ধ করুন। এক মাস পর দেখা যাবে আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন।

 

প্রতিদিন ৫ মিনিট করে নিজের পছন্দের বিষয়টিতে দিলে এক বছর পর দেখা যাবে যতটুকু না স্বপ্ন ছিল, তার থেকেও বেশি অর্জন হয়ে গিয়েছে।

৫ মিনিট। মাত্র ৫ মিনিট!

 

কোন একটা বিষয়কে যদি আমরা সত্যিই পছন্দ করি, তাহলে তার জন্য প্রতিতিন ৫ মিনিট বরাদ্ধ করা কোন ব্যপারই না। যদি ৫ মিনিট বরাদ্ধ করতে না পারি, তাহলে বুঝতে হবে ঐ বিষয়টাকে সত্যিকার অর্থে আমি পছন্দ করি না।

কোন একটা বিষয়ে যদি প্রথম দিন ৫ মিনিট সময় দেই, এরপর নিয়মিত ৫ মিনিট সময় দিতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে অটোমেটিক ৫ মিনিটটা বেড়ে ১০, ১০ থেকে বেড়ে ১৫ মিনিট বা আরো বেশি সময় দিতে পারছি।

 

আরেকটা মজার ব্যপার হবে ৫ মিনিট নিজের পছন্দের বিষয়তে দিতে গেলে দেখা যাবে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। ৫ মিনিটের জন্য বসলেও দেখা যাবে অটোমেটিক অনেক গুলো সময় দিতে পারছি।

 

সত্যিই যদি কোন একটা কিছু আপনি করতে চাচ্ছেন, কোন একটা বিষয় যদি আপনি শিখতে চাচ্ছেন, তা যদি রকেট সাইন্স ও হয়ে থাকে, তাহলে আজ থেকেই ৫ মিনিট ঐটার জন্য বরাদ্ধ করুন। আজ থেকেই শুরু করুন।

 

শুরু করার জন্য আজ থেকে ভালো সময় আর হতে পারে না। সুন্দর একটা চাইনিজ উক্তিঃ

“The best time to plant a tree was 20 years ago. The second-best time is now.”

 

এরিস্টটল কি সুন্দর একটা কথা বলেছেনঃ

“We are what we repeatedly do. Excellence, then, is not an act, but a habit.”

 

গান গাইতে চাই আর মঙ্গলে যেতে চাই, যেটাই চাই না কেনো, প্রতিদিন ৫ মিনিট ঐটার পেছনে ব্যয় করলে দারুণ কিছু হবে।

 

এক লাইন দুই লাইন লিখতে লিখতেই বিশাল বই হয়ে উঠবে। হয়তো কোন কনসার্টে গাইতে পারবেন না, কিন্তু প্রিয় কাউকে শুনাতে পারবেন। হয়তো মঙ্গলে যেতে পারবেন না, এভারেস্ট থেকে ঘুরে আসতে পারবেন।

 

Leave a Reply