সৌরব

প্রেম হাসিখুসি একটা ছেলেকে কত কষ্ট দিতে পারে তার একটা উদাহরন হচ্ছে সৌরব। সৌরব আমার কাজিন। আমার থেকে অনেক ছোট। এক সময় সৌরবদেরকে পড়াতাম আমি। আর এখন ওরা বড় হয়ে গেছে। আমি মনে হয় সেই ছোটই রয়েছি। এখন বন্ধুর মত তারা। বন্ধুর মতই সব কিছু শেয়ার করি, করে।

মেয়েটির নাম হচ্ছে রাত্রি। মেয়েটি সৌরবকে যথেষ্ট পছন্দ করত। যথেষ্ঠ ভালোবাসতো। সৌরব ও। সমস্যা বেঁধেছে সন্ধেহ। সৌরব যথেষ্ট হাসি খুসি। সবার সাথে মিশতে পছন্দ করে। আর এই সবার সাথে মেশাটাই মেয়েটি পছন্দ করত না।

রিক্সায় এক সাথে গেলেও মেয়েটি ভাবত সৌরব অন্য মেয়ের দিকে তাকিয়েছে। অন্য ক্লাসমিট মেয়েদের সাথেও কথা বলাও পছন্দ করতো না। দোষ সৌরব এর ও আছে। ঐ যে, সবার সাথে মিশতে পছন্দ করে।

সন্ধেহ এর জন্যই এক সময় তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। সৌরব এখান দিয়ে দেখে কষ্ট পায়। মেয়েটিও হয়তো পায়। আমি দেখি না।

আজ অনেক দিন হয়ে গিয়েছে তাদের মধ্যকার ব্রেকয়াপের। এখনো মাঝে মধ্যে সৌরব রাতে রাত্রির কথা ভেবে চোখ দিয়ে পানি ফেলে। হয়তো মেয়েটিও তেমনি… অথচ একজন একজনকে বিশ্বাস করলে গল্পটাই অন্যরকম হতে পারত। বিশ্বাস…

Leave a Reply