সুযোগ

আমরা বড় কিছু করতে চাই। অনেক বড়। আমাদের কাছে একটা সুযোগ এসেছে। আমরা আমাদের স্বপ্নের সাথে মিলাই। এটা করলে কি আমার স্বপ্ন পূরণ হবে? হবে না। সুযোগটাকে কাজে লাগাই না।
আরেকটা সুযোগ পাই। ঐটাও স্বপ্নের সমান বড় নয় বলে ঐটাকেও অবহেলা করি।

একটা দুইটা তিনটা করে অনেক গুলো সুযোগকে না বলতে বলতে সামনে এগিয়ে যাই। এক সময় দেখি, জীবনের অনেক গুলো সময় চলে গিয়েছে। পেছনে ফিরে তাকিয়ে দেখি, সেরা সুযোগ গুলো ফেলে এসেছি। কাজে লাগানো হয় নি।

ছোট ছোট সুযোগ গুলো কাজে লাগালেই বড় কিছু হয়ে উঠে। দশ তলা একটা বিল্ডিং এর ছাদে আমরা লাফ দিয়ে উঠতে পারি না। একটা একটা সিঁড়ি পার হয়েই উঠতে হয়। কেউ কেউ লিফটে উঠে। সর্টকাট রাস্তা খুঁজে নেয়। সর্টকাট রাস্তা সবাই খুঁজে পায় না। অথবা সর্টকাট রাস্তাটা খুঁজে বের করার জন্য লোকটি কত সময় ব্যয় করেছে, আমরা দেখি না। আমরা দেখি এক রাতে সফল হওয়ার গল্পটি। দেখি না একটি রাতের জন্য কতগুলো রাত নির্ঘুম কাটাতে হয়েছে।

একটা সুযোগ কাজে লাগালে আরেকটি সামনে এসে হাজির হবে। ছোট ছোট সুযোগ গুলোকে কাজে লাগালেই সেগুলো বড় একটা সুযোগের কাছে নিয়ে যাবে। অনেক বড় কিছু করা সম্ভব হবে 🙂

2 thoughts on “সুযোগ”

Leave a Reply