সাবলাইম টেক্সট টিপস এবং ট্রিক্স

হালকা টেক্সট এডিটর হিসেবে সাবলাইম টেক্সট দারুণ একটা টেক্সট এডিটর। এটিকে ঠিক মত কনফিগার করে নিলে প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেয়। আর ক্রস প্লাটফরম হওয়ায় সব অপারেটিং সিস্টেম পরিবর্তন করলেও সমস্যা হয় না। মজার ফিচারটা হচ্ছে প্যাকেজ। আলাদা প্যাকেজ ইন্সটল করে অনেক ফাংশনালিটি যুক্ত করা যায়। যেমন কেউ যদি ফন্টএন্ড ডেভেলপার হয়, তার দরকার হবে HTML CSS রিলেটেড লেখার প্যাকেজ।

কোন প্যাকেজ ইন্সটল করার জন্য আগে প্যাকেজ কন্ট্রোলার ইন্সটল করতে হবে। প্যাকেজ কন্ট্রোলার ইন্সটলেশন পেইজে গেলে কিভাবে ইন্সটল করতে হয়, তা জানা যাবে।

 

প্যাকেজ ইন্সটল করার জন্য

 Preferences > Packages Control > Install Package গেলে সকল প্যাকেজের লিস্ট পাওয়া যাবে। এখান থেকে যে কোন প্যাকেজ সিলেক্ট করলেই প্যাকেজ ইন্সটল হয়ে যাবে।

 

এ ছাড়া Keyboard Shortcuts গুলো ব্যবহার করলে খুব দ্রুত কোড লেখতে সাহায্য করবে।

 

এ ছাড়া থিম পরিবর্তন করতে চাইলে তাও করা যাবে। পরিবর্তন করা যাবে ফন্টও।

2 thoughts on “সাবলাইম টেক্সট টিপস এবং ট্রিক্স”

  1. ২০১৫ থেকে ব্যবহার করি সত্যি দারুণ একটা এডিটর । খুবই ভালো লাগে সাবলাইম । যখন দেখি কেউ সাবলাইম ব্যবহার করে তখন আরো বেশি ভালো লাগে ।এক কথায় অসাধারণ একটা এডিটর

    Reply

Leave a Reply