সফলতার যদিও কোন সংজ্ঞা নেই তারপরও অনেকেই জীবনে কি করবে বুঝতে পারে না। কোন বিষয় নিয়ে পড়ালেখা করবে বা কোন বিষয় নিয়ে কাজ করবে, এটা ঠিক না করতে পারলে তো কোন কিছু শুরুই করা যায় না। শুরুর আগে তাই বিষয়টা নির্বাচন করা দরকার।
বিষয় নির্বাচনের জন্য আমরা হয়তো আমাদের থেকে বড়দের কাছ থেকে পরামর্শ নেই। সমস্যা হত না যদি একজনের কাছ থেকে পরামর্শ নিতাম। আমরা পরামর্শ নেই যত জনকে পাওয়া যায়, তত জনের কাছ থেকে। আর এক জনের এক্সপার্টিজ এক এক বিষয়ে। তো যার কাছে পরামর্শ নেই, উনি যে বিষয় এক্সপার্ট সাধারণত উনি ঐ বিষয় নিয়েই পরামর্শ দেয়। এতে নিজে আরো বড় সড় ধাঁধার মধ্যে পড়ি। কার কথা রেখে কার কথা ধরব?! সবার কথাই তো ঠিক মনে হয়!
আরেকটা সমস্যা হচ্ছে আমরা বেশির ভাগ সময়ই গল্প করে কাটিয়ে দেই। ঐ ভাইয়াটা ঐ কাজটা করে কোটি কোটি টাকা আয় করছে এমন একটা টপিক্স নিয়ে শুরু হয় গল্প। এরপর ঐ ভাইয়ার অতীত, বর্তমান ভবিষ্যৎ নিয়ে গল্প চলতে থাকে। একদিন এভাবে কেটে যায়। পরের দিন অন্য ভাইয়া। এর পরের দিন অন্য কোন আপু এভাবেই চলতে থাকে। গল্প শুনতে ভালো লাগে। গল্প থেকে শেখার কিছু গ্রহণ করতে চাই না। ভুলে যাই ঐ ভাইয়া বা আপুটি হয়তো এরকম কে কি করেছে তা না খুঁজে নিজের পছন্দের কোন বিষয়তে সময় দিয়েছে। শিখতে চেষ্টা করেছে। শেখার পর তা কাজে লাগিয়েছে। এরপরই আমরা ঐ ভাইয়া বা আপুটিকে নিয়ে গল্প করার সুযোগ পেয়েছি।
একটা গ্রুপ আছে আমাদের এই গল্প শুনতে ভালো লাগাকে কাজে লাগিয়ে ব্যবসা করে নেয়। আমাদের গল্প শুনিয়ে বেড়ায়, আমরাও শুনতে থাকি। ফলাফল হিসেবে তারা লাভবান হয়, আমরা রয়ে যাই আগে যেখানে ছিলাম।
ভালো কিছু করতে হলে আপনাকে কোন না কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে। তা একদিনে সম্ভব না। কারো পরামর্শ নিয়েও সম্ভব না। কেউ চেষ্টা করে আপনার হয়ে আপনাকে এক্সপার্ট বানিয়ে দিবে, এমনও সম্ভব না। নিজেরটা নিজেকেই করতে হবে। আর তাই নিজের ভালো লাগা নিজেকেই খুঁজে নিতে হবে। পৃথিবীতে করার মত কত কিছুই তো আছে। এত কিছুর পরেও ভালো লাগার মত কিছু খুঁজে পাওয়া যায় না, তা আমার বিশ্বাস হয় না। যদি ভালো লাগার কিছু খুঁজে পাওয়া না যায়, তাহলে যেটা আপনার জন্য সহজ এমন একটা খুঁজে নিতে পারেন। এরপর ঐ বিষয়ে নিয়ে পড়ালেখা করতে থাকেন। কোন কারণে পরবর্তীতে খারাপ লাগলে তা পরিবর্তন করা যাবে। কোন কিছু না করে সময় গুলো নষ্ট করলে সেই সময় গুলো ফিরে পাওয়া যাবে না। কোন কিছু শেখার পেছনে সময় দিলে তা কোন না কোন ভাবে কাজে আসবেই। আজ না হোক কাল।
আমাদের দরকার সঠিক বিষয়