গাড়ির ভেতরে প্রচুর বালি জমা হয়। বিশেষ করে জুতা থেকে যেগুলো ভেতরে ঢুকে সেগুলো সময় মত ক্লিন না করলে পুরো গাড়ি হয়ে যায়। আর এই বালি ক্লিন করার জন্য প্রথমে রেগুলার যে ভ্যাকুয়াম ক্লিনার গুলো পাওয়া যায়, সেগুলো একটা কিনে নেই। গাড়ির জন্য যা খুব একটা ইফিশিয়েন্ট না। কারণ পাওয়ার কর্ড লাগে এক্সট্রা। এক্সট্রা হ্যাসেল।
গুগল করলাম পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনারের জন্য। অনেক গুলোই দেখলাম। কিছু রিভিউ দেখে শাওমির Mijia Portable Handheld Vacuum Cleaner টা অর্ডার করি দারাজের মাধ্যমে। প্রায় এক মাস লাগে হাতে পেতে। কারণ প্রোডাক্টটা চায়না থেকে আসছিল। প্রায় চার হাজার টাকা দাম। এই দামের মধ্যে বলা যায় দারুণ একটা প্রোডাক্ট।
সহজেই ক্লিনারের ভেতরের বালি গুলো পরিষ্কার করা যায়। আমি মূলত গাড়ির বালি পরিষ্কার করার জন্য কিনি। এছাড়াও আরো অনেক গুলো কাজেই ব্যবহার করা যাবে। যেমন কীবোর্ডের বালি পরিষ্কার, সোফার ফাঁক গুলো থেকে ময়লা পরিষ্কার ইত্যাদি। যারা পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার খুঁজছেন, তারা ট্রাই করে দেখতে পারেন।
একই দিনে শাওমির আরেকটা প্রোডাক্ট অর্ডার করি। তা হচ্ছে Sothing Cactus Mosquito Insect Killer Lamp। খুবি আজাইরা একটা প্রোডাক্ট। লস প্রজেক্ট!
কেউ যদি মশা মারার কোন প্রোডাক্ট কিনে সত্যিকারের ফল পেয়ে থাকেন, জানিয়েন। যদিও এখন মশা খুব একটা নেই। নেক্সট মশার সিজনের(!) জন্য অগ্রিম কিনে রাখতে হবে।
আপনার দেখে না ঠকে জিতে যাব <3 <3