যস্মিন দেশে যদাচার তো জানেন একটা প্রবাদ বাক্য। বেশির ভাগ লেখা থেকে শিখেছি যে সমস্যা সমাধান করতে হলে তার মুখোমুখি হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে তাই করতে হয়। তবে বাস্তব জীবন থেকে অন্যটা শিখিয়েছে। বাস্তব জীবন শিখিয়েছে যে সব সমস্যা সমাধান করতে পারব না, সেগুলো থেকে ফোকাস সরিয়ে নিতে।
বই এর জ্ঞান এবং বাস্তব জ্ঞান দুইটা প্রায় দুই মেরুর জিনিস। বই শিখায় যে কোন কিছুই আমরা করতে পারব। শুধু চাইতে হয়। বই এটা শিখায় না যে চাওয়ারও একটা লিমিটেশন থাকে। লিমিটের মধ্যে চাইতে হয়। লিখিত জ্ঞান গুলো আইডিয়েল সিস্টেমের জন্য। বাস্তবতা ভিন্ন। এখানে প্রতিটা পদে পদেই ফাঁদ। এই ফাঁদ গুলো অতিক্রম করতে হয়। এছাড়া বাস্তব সিস্টেম প্রতি মূহুর্তেই পরিবর্তনশীল। আর এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হয়। খাপ না খাওয়াতে পারলে পতন ঘটে।
আজ ড্রাইভ করার সময় এই চিন্তাটা মাথায় এসেছে। এর আগেও একদিন লিখেছিলাম যে অনেক গুলো গাড়ি এবং বাইক হাই বিম দিয়ে ড্রাইভ করে। এতে অপর পাশে যে ড্রাইভ করে, তার চোখে এসে পড়ে। খুবি সমস্যা করে এই বিষয়টা। এতদিন খুব কষ্ট পেতাম। রাগ হতো খুব। মাঝে মাঝে নিজে আপার ডিপার দিয়ে সিগনাল দিতাম। বার বার মনে হতো একজনের সমস্যার জন্য বাকি সবাইকেই কষ্ট দিচ্ছি। যেহেতু এই সমস্যাটা আমি সমাধান করতে পারব না, তার থেকে ভালো যে হাইবিমে ড্রাইভ করে, সে দিকে ফোকাস না করি। একটু হলেও চোখে কম লাগে। এতে সমস্যা সমাধান না করেও গন্তব্য পৌঁছাতে পেরেছি। একটু কষ্ট হয়তো হয়। হচ্ছে। হবে। স্টিল আমার গন্ত্যব্যতে তো পৌঁছেছি।
আমরা যে সিস্টেমে বাস করি, এই সিস্টেমে প্রচুর সমস্যা রয়েছে। এই সমস্যা গুলো আমরা চাইলেও ঠিক করে ফেলতে পারব না। এজ এ পারসন, ঠিক করার ঐ সক্ষমতাও নেই। তো যে সমস্যা গুলো আমরা সমাধান করতে পারব না, সেগুলো নিয়ে চিন্তা করলে নিজের সীমিত রিসোর্স, সীমিত সময় নষ্ট হবে। কাজের কাজ কিছু হবে না। ভালো সলিউশন? সমস্যা থেকে ফোকাস সরিয়ে নেওয়া। প্রশ্ন হতে পারে এটা কাজ করে?
হ্যাঁ, অবশ্যই কাজ করে। যস্মিন দেশে যদাচার এর মত। আমরা যেহেতু আইডিয়েল সিস্টেমে নেই। আইডিয়েল কিছু আশাও করতে পারি না। তাই সিস্টেমের সমস্যার দিকে ফোকাস করলে নিজেরই ক্ষতি করি। আমাদের মূল লক্ষ্য কিন্তু সিস্টেম না, নিজর উন্নয়ন। সো নিজের উপকার কি ভাবে হবে? যদি সমস্যাকে এক পাশে সরিয়ে সামনে এগুতে হয়, তবে তাই করতে হবে।
আমাদের দেশে বিভিন্ন সার্ভিসের জন্য ঘুষ দিতে হয়। ওপেন সিক্রেট। এখন আপনার একটা সার্ভিস লাগবে। কি করবেন? সিস্টেম ঠিক করবেন নাকি সার্ভিসটা নিবেন? আপনার ফ্যামিলির কারো হাসপাতালে ICU লাগবে। ঐ অবস্থায়? বেশির ভাগ সার্ভিসই কিন্তু এমন। দরকারের সময় লক্ষ টাকা দিয়ে হলে হলেও নিতে হয়। তো সমাধানের কোন পথ নেই এজ এ পারসন। সমাধান? হে হে
Photo by Tarik Haiga on Unsplash
জীবনের অনেক গুলো সমস্যাই সমাধান করা যায় না। কারো ফ্যামিলি ইস্যু থাকে, কারো প্রতিবেশী ইস্যু থাকে, পাশের বাসার অ্যান্টিরা থাকে এমন আরো কত কিছু। সব কিছু কিন্তু সমাধান করা যায় না। আমরা ফ্যামিলি চুজ করতে পারি না। আমরা কি সিলেক্ট করতে পারি যে কোন ঘরে জন্ম নিব? আচ্ছা, ধরে নিলাম এই ফ্যামিলিতে জন্ম নেই নাই। অন্য কোন ফ্যামিলিতে জন্ম নিয়েছি। ঐ ফ্যামিলিতে কি সমস্যায় কম থাকে? থাকে না। আইডিয়েল সিস্টেম বলতে আসলেই কিছু নেই। কোন না কোন সমস্যা থাকেই। আর এমন কিছু সমস্যা থাকে, যেগুলো সমাধান করা যায় না, যেগুলো থেকে দূরেও যাওয়া যায় না। ঐ সমস্যা গুলোর সমান্তরালে চলতে হয়। যত বেশি ফোকাস করব এমন সমস্যা গুলোর দিকে, তত বেশি কষ্ট পাবো। নিজের মূল লক্ষ্য থেকে ছিটকে পড়ব। সমাধান? যস্মিন দেশে যদাচার মেনে চলতে হবে।
সুন্দর পোষ্ট
চমৎকার তথ্য ভাগ করার জন্য মহান ধন্যবাদ. আমি আপনার ব্লগ পড়তে ভালোবাসি।