দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করবেন। আর আপগ্রেডের পরে windows.old ফোল্ডার এবং অন্যান্য টেম্পরারি ফাইল ডিলেট করবেন।
Windows 7, 8, 8.1 সব গুলোই 10 এ আপগ্রেড করার অপশন দিয়েছে। আপনি রিজার্ভ করার পর ও যদি আপগ্রেড না পেয়ে থাকেন, তাহলে মিডিয়া ক্রিয়েশন টুলের মাধ্যমে আপগ্রেড করে নিতে পারেন। এখানে গিয়ে media creation tool ডাউনলোড করে নিন।
ডাউনলোডের পর তা ওপেন করুন।
আপনি আপনার সিস্টেম আপগ্রেড করতে চান নাকি ইন্সটল করার জন্য মিডিয়া ক্রিয়েট করতে চান, সে অপশন দিবে। আপগ্রেড করতে চাইলে আপগ্রেড সিলেক্ট করে নেক্সট দিন। তখন উইন্ডোজ ডাউনলোড হবে। প্রায় ৩ জিবি এর মত ডাউনলোড হবে। ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনি অন্যান্য কাজ করতে পারবেন ডাউনলোড হওয়ার পর্যন্ত। আপগ্রেড করলে ইন্সটল করা সব সফটওয়ারই ব্যবহার করতে পারবেন। রি ইন্সটল করা ছাড়া।
ডাউনলোড শেষে আপগ্রেড / ইন্সটল করতে পারবেন। আপগ্রেড / ইন্সটল করার সময় কয়েকবার পিসি রিস্টার্ট নিবে। সব ঠিক মত শেষ হলে ব্যবহার শুরু করতে পারবেন।
আপগ্রেড করলে আগের উইন্ডোজটি থেকে যায়। windows.old নামক একটি ফোল্ডারে। অনেক গুলো জায়গা নষ্ট করে রাখে। সহজেই তা রিমুভ করতে পারি। তার জন্য সিস্টেম ড্রাইভের উপর রাইট ক্লিক করে Properties থেকে Disk Cleanup এ ক্লিক করতে হবে।
সেখান থেকে windows.old সিলেক্ট করে ক্লিনে ক্লিক করলে ঐ ফোল্ডারটি রিমুভ হয়ে যাবে। অনেক গুলো জায়গা বেচে যাবে।
এই তো! আর কিছু না।
Document/file ki sob thakbe? i mean kichu ki delete hobe?