মা, মা, মা এবং বাবা – আরিফ আজাদ সম্পাদিত

বইটি মূলত মা এবং বাবাকে নিয়ে কিছু গল্পের সংকলন। সম্পাদনা করেছেন আরিফ আজাদ। পৃথিবীতে সবচেয়ে খাঁটি সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক। মা বাবা আমাদের ছোট বেলায় কত আদর এবং ভালোবাসায় বড় করে, বড় হলে তা আমরা সবই ভুলে যাই। কত মা, বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কত মা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ছোট বেলায় উনারা যতটুকু আদর, ভালোবাসা আমাদের দেয়, তার কিছু অংশও যদি আমরা উনাদের দিতে পারতাম, তাহলে কোন মা বাবা বৃদ্ধা অবস্থায় কষ্ট পেতে হতো না।

সবাই হয়তো বলতে পারে আমার অবস্থা অন্য কারো মত না, আমার অবস্থা আলাদা। সত্যিকার অর্থে সবার অবস্থাই আলাদা, ছোট বেলায় যেমন আমরা সবাই অন্য সব সন্তানদের থেকে আলাদা ছিলাম, ঠিক তেমন আলাদা। এক একজনকে লালন পালন করতে এক এক রকম বুদ্ধি, টেকনিকের দরকার হয়। উনারা উনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমাদের বড় করে তোলে। এরপর? আমরা সব ভুলে যাই।

মা, মা, মা এবং বাবা
মা, মা, মা এবং বাবা

মা বাবাদের বড় হতে হতে বুদ্ধি লোফ পেতে থাকে। জেনারেশন গ্যাপেরও ব্যপার আছে। আমাদের অনেক কিছুই উনারা বুঝতে পারে না, আমরাও উনাদের অনেক কিছু বুঝতে পারি না। এরপরও উনাদের উনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আগলিয়ে রাখতে হবে। জানি, এই জিনিসটা অনেক অনেক কঠিন। কঠিন মনে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ যেন সকল কিছু আমাদের জন্য সহজ করে দিক। ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’ ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’। আল্লাহর কাছে ধৈর্য চাইতে পারি। আল্লাহ আমাদের ধৈর্য দিক, ঠিক তেমন ধৈর্য, যেমন মা নিজের ভেতর ৯ মাস আগলিয়ে রেখেছেন। ঠিক তেমন ধৈর্য, রাত হোক বা দিন, একটু কান্না করলেই ব্যস্ত হয়ে উঠত আমাদের প্রয়োজনে।

এই বইটিতে মা এবং বাবাদের নিয়ে কিছু গল্প আছে। গল্প গুলো পড়লে মা বাবাদের কষ্ট একটু উপলব্ধি করা যাবে। এরপরও মনে হয়ছে উনাদের প্রচেষ্টা, কষ্ট, ত্যাগ এসব কিছুই গল্পে ফুটে উঠতে পারেনি। ফুটিয়ে তোলা সম্ভবও না। এরপরও কিছুটা উপলব্ধি করার জন্য বইটা পড়া যেতে পারে। অনলাইনে রকমারি বা ওয়াফি লাইফ থেকে কেনা যাবে।

Leave a Reply