আমাদের কেউ কেউ নিজেদেরকেকে কোন বিষয়েই এক্সপার্ট হিসেবে বলতে পারে না। এক্সপার্ট হতে হলে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লেগে থাকতে হয়। কিন্তু তাদের সব কিছু ভালো লাগে। নতুন কোন বিষয়ে আগ্রহী হলে তা শিখতে ইচ্ছে করে। কিছুদূর শেখার পর নতুন আরেকটি বিষয় ভালো লাগে, আরেকটি বিষয়ে সময় দেওয়া শুরু করে।
ইউটিউভে টেডএক্স এর একটা ভিডিও চোখে পড়ল Why Some of us Don’t Have One True Calling? দেখা শুরু করলাম। কিছুক্ষণ দেখার পর মনে পড়ল ভিডিওটি এর আগেও একবার দেখা হয়েছে।
যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে তুমি কি হতে চাও, তখন এক এক জন এক এক উত্তর দিবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, শিক্ষক, লেখক, গায়ক, অভিনেতা সহ আরো কত কিছু। আর কেউ কেউ কনফিউসড হয়ে যাবে। কারণ? তার অনেক কিছুই হতে ইচ্ছে করে। মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে এমন অনেকেই রয়েছে। এদেরকে বলা হয় মাল্টিপটেনশিয়ালাইট।
ভিডিওটিতে সুন্দর ভাবে মাল্টিপটেনশিয়ালাইট নিয়ে আলোচনা করা হয়েছে। দেখতে পারেন।
একের অধিক বিষয় আগ্রহ থাকা ভালো জিনিস। অনেক ইনোভেটিব কিছু করা সম্ভব হয়। আপনি নিজে যদি একজন মাল্টিপটেনশিয়ালাইট হয়ে থাকেন, একের অধিক বিষয় ভালো লাগে, সব গুলোই একটু একটু জানতে থাকুন। হয়তো দারুণ কোন আইডিয়া পেয়ে যাবেন।
মাল্টিট্যালেন্টেড/অলরাউন্ডার 🙂
ভাই এইটাইতো আমি! কিন্তু আউটকাম আর ইনকাম দুইটাই জিরো। আর যে আমার কলিগ – পিসির প্রায় কিছুই বুঝে না ড্রইং, এক্সেল আর মাউস চালানো ছাড়া সেই তো গেইনার মাসিক অনেক টাকা ইনকাম তার!