বেলি ফুল

প্রায় সময় কোন বড় মার্কেটের সামনে বা কোন রেস্টুরেন্টের সামনে বেলি ফুলের মালা বিক্রি করে ছোট ছোট বাচ্ছারা। দেখলেই নিলয় এর কিনতে ইচ্ছে করে।

যত বার বেলি ফুলের মালা কিনার কথা মনে পড়ে, তত বার একটি মেয়ের ছবি নিলয় এর মনে বেসে উঠে। ঊর্মি নামের মেয়েটির ছবি…

নিলয় যতবার বেলিফুল দেখে, ততবার তার আপসুস হয়। এখনো কিনতে পারলো না বলে। এখনো না…

অপেক্ষা করছে একদিন একটি বেলি ফুলের মালা কিনবে। তারপর তা নিয়ে ঊর্মির সামনে গিয়ে দাঁড়াবে। কোন কিছু না বলেই কি ঊর্মির হাতে বেলি ফুল গুলো দেওয়া যায়? না না… বলবে কি, ভালোবাসতে হবে না, শুধু ফুল গুলো গ্রহণ করো?

অপেক্ষা করতে ভালো লাগে না, আজই কিনবে কিনা ভাবছে… একবার ফুল বিক্রেতার কাছে যায়… আবার ফিরে আসে… আবার যায়… নিলয় এর ফুল কিনা হয় না… হবে কিনা সে জানেও না…

Leave a Reply