বসন্তের এই দিনে তোমার মন খারাপ কেনো?
– কারণ আমার বাসন্তী অন্যের কাছে।
তোমার বাসন্তী? বাসন্তী কে?
– বসন্তে জন্মেছে তো, তাই এ নাম। আমি আদর করে ডাকতাম। যেন বসন্তের ফুলের মত আরেকটি নতুন ফুল।
তোমার ভালো লাগত বুঝি?
– অনেক বেশি ভালো লাগত। লাগত বলতে এখনো ভালো লাগে। সারা জীবন ভালো লাগবে।
বাসন্তীর কি হয়েছে?
– বাসন্তীরা সবার আঙ্গিনায় ফুটে না। সবার আঙ্গিনা আলোকিত করে না। যাদের ভাগ্য অনেক ভালো, শুধু তাদের আঙ্গিনাতেই বাসন্তীদের শোভা পায়। আমি হলাম অভাগাদের দলে।
তাই বুঝি?
– হুম।