দেশের জন্য কাজ করার মাঝে অনেক মজা রয়েছে। তাই তো দেশের জন্য শহীদেরা নিজেদের জীবন দিয়ে গেছেন। আর আজ ও দিয়ে যাচ্ছেন অনেক ত্যাগ অনেক দেশ প্রেমী। নিজেকে ওদের দলে ফেলতে ইচ্ছে করতেছে। আজ থেকে বাংলাদেশের প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবো। জানিনা কি ভাবে কি করলে বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে সমৃদ্ধ হবে। আমি যাই জানি তা দিয়েই চেষ্টা করে যাবো… একটাই ইচ্ছে, এ বাংলার বুকে থেকে যাওয়া… চিরদিন।
দোয়া করবেন সবাই।
দোয়া রইল জনাব। আমরা আপনার সাথে থাকব ইনশাল্লাহ। আল্লাহ সহায় হোন
ধন্যবাদ মনজু।
এগিয়ে যান জাকির ভাই……………
ধন্যবাদ মাসুদ ভাই।
জাকির ভাই কিভাবে কি করবেন কিছুই তো বললেন না?
আমাকে কি নিবেন না?
এই ধরনের চিন্তা করার জন্যে ধন্যবাদ।
কেন নয়? আরে আমি তো সবাই মিলেই করব কিছু করলে 🙂