নোমান আলী খান এর লেকচার আমার খুব ভাল লাগে। সুযোগ পেলেই মাঝে মাঝে উনার ছোট ছোট লেকচার গুলো দেখি। বড় লেকচার গুলো দেখার ধৈর্য হয় না, তাই। আল-কুরআনের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা গুলোতে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাই। তো উনার লেকচার থেকে সংকলন করা হয়েছে এই বন্ধন বইটি।
বন্ধন বইটি সম্পর্কে বলার আগে সূচিপত্রে একটু চোখ ভুলিয়ে নেই।
১. জোর করে বিয়ে
২. পতনপূর্ব অহংকার
৩. বাবা-মার সাথে
৪. বিধবা বিয়ে : ভুলে যাওয়া সুন্নাহ
৫. কীভাবে সন্তানদের নামাজের জন্য উৎসাহিত করবেন
৬. স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুড়ি
৭. আপনার সন্তানকে সময় দিন
৮. পুরুষেরা জান্নাতে হুর পাবে, নারীরা কী পাবে?
৯. ইসলামে স্ত্রীর অধিকার
১০. বিয়ে আর ডেটিং কি এক?
১১. আমার স্ত্রী হিজাব করছে না, কী করব?
১২. সন্তানকে কীভাবে ইসলামের শিক্ষা দেবেন
১৩. সুখী দাম্পত্য জীবনের জন্য
১৪. সন্তানহীনতা কি আল্লাহর শাস্তি?
১৫. অর্ধাঙ্গীনি না কষ্টাঙ্গীনি
১৬. সবার আগে পরিবার
১৭. সন্তান প্রতিপালন
১৮. ব্যর্থ প্রজন্মের লক্ষণ
১৯. সন্তানের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব
২০, আমার সবচেয়ে প্রিয় দোয়া
২১. দেশি বিয়ে
২২. নবি ইব্রাহীমের সন্তান ভাবনা
তো সূচিপত্র থেকে বা বই এর নাম থেকেই বুঝা যায় যে বইটির কন্টেন্ট কি। মূলত সন্তানের সাথে, মা বাবার সাথে, স্ত্রী বা স্বামীর সাথে কেমন ব্যবহার করা করা উচিত ইত্যাদি নিয়ে বইটি। অনেক সময় দেখা যায় আমারা অনেক কিছু ভুল জানি বা কুরআনের আয়াতের অপব্যবহার করে একজন থেকে অধিকার ছিনিয়ে নেই। বইটি থেকে এই সম্পর্কিত অনেক কিছুই জানা যাবে।
বইটি মূলত উস্তাদ নোমান আলী খান এর লেকচার থেকে অনুবাদকৃত। যারা পড়তে ভালোবাসেন, তারা নিশ্চিন্তে বইটি কিনতে পারেন। বই এর শেষে নোমাল আলী খানের সংক্ষিপ্ত জীবনী দেওয়া হয়েছে। যা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বইটি রকমারি বা ওয়াফিলাইফ থেকে অনলাইনে কেনা যাবে।
বইটি অনুবাদ করেছেন NAK Bangla টীম। ওদের ওয়েব সাইটে নোমান আলী খান এর অনেক গুলো লেখার বাংলা অনুবাদ, অনেক গুলো ভিডিওর বাংলা ডাবিং আছে। ওয়েব সাইটঃ http://www.nakbangla.com
আর নোমান আলী খান এর ভিডিও গুলো ইউটিবে একটু সার্চ করলেই পাওয়া যাবে। এছাড়া রয়েছে উনার তৈরি Bayyinah Institute।
বাংলায় উনার আরো কিছু বই আছে। সেগুলো পড়তে পারলে ইনশাহ আল্লাহ লিখব।