প্রশ্নঃ ভাই, আমি ওডেস্ক / ইল্যান্স এর প্রশ্ন গুলোর উত্তর জানি না। এক্সাম দিব কিভাবে??
আচ্ছা, আপনি যদি কোন একটা বিষয় সম্পর্কে না পড়েন তাহলে তা সম্পর্কে জানবেন কিভাবে? আর যদি না জানেন তাহলে পরীক্ষা দিবেন কিভাবে? আপনি কাজ করতে আসছেন, কিছু না জেনেই কি কাজ করবেন?? অদ্ভুত না বিষয়টা??
তাই এমন কিছু কাউকে জিজ্ঞেস করার আগে নিজে নিজে শিখে নিন। জিজ্ঞেস করেন ভাই এ বিষয়টা আমি পারি না, কিভাবে শিখতে পারি… সবাই হেল্প করবে…
এর পর যদি জিজ্ঞেস করেন, কি শিখব ভাই??
যেটা আপনার কাছে ভালো লাগে তাই শিখুন। শেখার অনেক কিছুই আছে।। যে বিষয় ভালো লাগে তা লিখে গুগলে সার্চ করুন। আপনি কি শিখবেন তা যদি না জানেন, এরপরও গুগলে সার্চ করুন। গুগলে বলে দিবে।। আমি না।। যেমন ” what i need to learn for freelancing?” লিখে গুগলকে প্রশ্ন করুন। যে রেজাল্ট গুলো দেয় সে গুলো দেখুন। একটু সময় ব্যয় করুন। আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন আপনার কি শেখা দরকার।
বিদ্রঃ প্রথম প্রশ্নের আরেকটি উত্তর। গুগলে সার্চ করুন। “oDesk test answers”, “oDesk english test answer” এভাবে লিখে সার্চ করুন। তাহলে টেস্ট গুলোর উত্তর পেয়ে যাবেন… তবে মনে হয় না যদি কিছু না জানেন তাহলে ওডেস্ক টেস্টে ভালো করে কোন লাভ হবে। ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে আপনার কাজ দেখে। ওডেস্কে পরীক্ষায় কত পেয়েছেন তা দেখে নয়… শুভ কামনা।
আরো নতুন নতুন পোস্ট চাই।
valo lagche aponar post pore asakari aro natun kono kichu sikhte ba jante parbo.seo somporke kichu bolle valo hoy ba anno natun ki korte pari alpo somye.wait kore railam …………..
Haha heee… moja pelam bhai, amio age ei type question kortam.
শুভেচ্ছা জানাচ্ছি,
আমি ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।
এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।