ফ্রিল্যান্সিং করতে চান? তাহলে ফ্রী কিছু কাজ করুন!!

নাহ!! আমি ঠিক টাইটেলই দিয়েছি। আপনি যদি ফ্রীল্যান্সিং করতে চান তাহলে আপনাকে কিছু কাজ ফ্রী করে দিতে হবে। কেন জানতে চান?

যারা ফ্রীল্যান্সিং করেন তাদের কে কাজে বিড করার আগে/ এপ্লাই কররার সময় একটি কভার লেটার লিখতে হয়। ঐ খানে প্রায় সময়ই আপনাকে পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হয়। কিন্তু যদি আপনার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে কি লিখবেন ঐ খানে? বা আপনাকে আপনার ম্যানেজার জিজ্ঞেস করল আপনি কি ঐ ধরনের কাজ আর করেছেন? করে থাকলে লিঙ্ক/ উদাহরন দিন। কিন্তু আপনি তখন পূর্ব কাজের উদাহরন দিতে পারবেন না। ফল সরূপ কাজটা ও হারাবেন।

এখন যদি আপনি আপনার পরিচিত কারো কিছু ফ্রী কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনি ঐ সব গুলো দেখাতে পারবেন। তাছাড়া কাজ করলে আপনার অভিজ্ঞতা বাড়বে। অন্য কারো কাজ করা মানে উনার নিজের মত করে কাজ করা, উনি কি চায় তা আপনি বুঝে কাজ করা। তাই এই ফ্রী কাজ গুলো করে দিলে আপনার জন্য ভালোই হবে খারাপ না… [ পোস্টটি শুধু নতুন দের জন্য, যারা ফ্রীল্যান্সিং শুরু করতে চায় বা কাজ যেনেও কাজ পারে না তাদের জন্য]

কারো জন্য ফ্রী কিছু কাজ করে দিলে তার ফল কিন্তু পাওয়া যায়। আমার এই ছোট আর্টিকেলটিকে অবহেলা করবেন না প্লিজ। কাজ জেনে থাকলে বন্ধু, আত্মীয় স্বজনদের কিছু কাজ করে দিন। আপনারই ভালো হবে।

এটা শুধু যে ফ্রীল্যান্সিং এ তা না, আপনি যদি আইটি বিভাগের ছাত্র হয়ে থাকেন তাহলে কেউ আপনার সার্টিফিকেট দেখবে না, আপনার কাজ দেখবে। আপনি কি জানেন তা দেখবে। তাই কারো জন্য কারো প্রয়োজনে আপনার সময় নষ্ট করলে মনে হয় তা নষ্ট হবে না। আরেকটা জিনিস হচ্ছে আপনি যত হেল্প করবেন আপনার জ্ঞান তত বাড়বে। একটুও কমবে না।

ধন্যবাদ সবাইকে। শুভ ফ্রীল্যান্স আউটসোর্সিং।

জাকির হোসাইন

 

41 thoughts on “ফ্রিল্যান্সিং করতে চান? তাহলে ফ্রী কিছু কাজ করুন!!”

  1. এটা শুধু যে ফ্রীল্যান্সিং এ তা না, আপনি যদি আইটি বিভাগের ছাত্র হয়ে থাকেন তাহলে কেউ আপনার সার্টিফিকেট দেখবে না, আপনার কাজ দেখবে। আপনি কি জানেন তা দেখবে। তাই কারো জন্য কারো প্রয়োজনে আপনার সময় নষ্ট করলে মনে হয় তা নষ্ট হবে না। আরেকটা জিনিস হচ্ছে আপনি যত হেল্প করবেন আপনার জ্ঞান তত বাড়বে। একটুও কমবে না।

    চরমজ!!!!!!!!!!!!!!!!! 😀

    Reply
  2. জাকির ভাই আজকাল সাহিত্যিক পর্যায়ে চলে গেছে।

    Reply
    • jakir vai ami new… kaj korte chay bt kisu bujtasi na…ur phn nb pls..or whatapp nb..khub vlo hoito…pls help me pls bro…

  3. সব ঠিক আছে। আপনি অনেক সুন্দর, আপনার লেখা অনেক সুন্দর, আপনার ব্লগটি অনেক সুন্দর, আপনার ব্লগের থিমটা অনেক সুন্দর! আমার এই থিমটা লাগবো, লিঙ্ক দেয়া যাবে?

    Reply
  4. সত্যিই অসাধারন প্রতিভা আপনার মাঝে কাজ করে ভাইয়া। আপনার কথা পড়ে এত ভালো লেগেছে যা ভাষায় বোঝাতে পারবো না।
    আমিও একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই।
    দোয়া করবেন ভাইয়া।

    Reply
  5. প্রিয় জাকির ভাই,
    আপনার লেখা এই প্রথম পড়লাম। আমি সত্যি আপনার ভক্ত হয়ে গেলাম। আপনার লেখায় এক ধরনের মাদকতা আছে। শুরু করলে শেষ না করে উঠা কঠিন। তাছাড়া আপনি যে একজন মানবসেবী একথা কি আপনাকে কেউ বলেছে? আপানাকে আল্লাহ অনেক বড় করবে। দোয়া করি আপনি এগিয়ে যান।

    Reply
  6. আমি নাদিম, গাজীপুর থেকে
    জাকির ভাই আপনার লিখার জবাব নাই,, ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই, কি ভাবে করবো বুঝতেছি না , দয়াকরে অপনার সাথে যোগাগোগ করার ব্যবস্থা করে দিন। এটা মোবাইল বা সাক্ষাতে……

    ********** জাকির ভাই একটু যোগাযোগ করেন আমার সাথে বা আমি কি করে যোগাযোগ করবো আপনার সাথে *******

    Reply
  7. জাকির ভাই আমি নতুন আমি ডাটা এন্টি কাজ করতে পারি কিন্তু কিভাবে করব৯ জানি না । আমি একটা একাউন্ট খুলছি আপওওয়াক ডট কমে কিন্তু কাজ না জানার কারনে কন কাজ করতে পারছি না তাই দয়া বকরে আমাকে একটু সাহায্য করুন

    Reply
  8. আসসালামুআলাইকুম।
    ভাই আমি নতুন আমিও কাজ শিখতে চাই

    Reply
  9. ভাই আমি কাজ করতে চাই………………..শিখতে চাই…

    Reply

Leave a Reply