প্লে স্টোরে টাইটেলের জন্য অনেকের অ্যাপ রিজেক্ট করে। কারণ হচ্ছে ঐ টাইটেলে এক বা একাদিক অ্যাপ রয়েছে।
প্লে স্টোরে আগে হয়তো একই টাইটেলে একাধিক অ্যাপ আছে, আগে তেমন একটা সমস্যা করত না। এখন সব স্ট্রিক্টলি ফলো করে। প্লে স্টোর হোক আর অ্যাপ স্টোর হোক, দুইটাতেই।
আপনি কোন ট্রেডমার্ক নাম আপনার অ্যাপের নামে ব্যবহার করতে পারবেন না। যেমন Android হচ্ছে ট্রেডমার্ক। আপনি Android নামে কোন অ্যাপ পাবলিশ করতে পারবেন না।
এখন আপনি অ্যান্ড্রয়েডের জন্য একটা টুল বানিয়েছেন। তখন আপনি তো Android কীওয়ার্ড ব্যবহার করতে হবে, তখন কি করবেন। Android Tool এই ভাবে না লিখে তখন Tool for Android এভাবে পাবলিশ করলে সমস্যা হবে না।
Zombie নামে একটি অ্যাপ রয়েছে। আপনি এখন আর Zombie নামে নিজের অ্যাপ পাবলিশ করতে পারবেন না। আপনি Zombie এর সাথে আরেকটা কিওয়ার্ড যুক্ত করে তাপরর পাবলিশ করতে পারেন। যেমন ES File Manager এরকম। File Manager নামে অনেক অ্যাপ আছে। তাই File Manager নামে আপলোড করলে এক্সেপ্ট করবে না। ES ওয়ার্ড ব্যবহার করার পর আর সমস্যা হবে না। এরকম ভাবে আপনি আপনার কোম্পানির Abbreviation ব্যবহার করতে পারেন। আশা করি সমস্যা হবে না।