একদম নতুনদের জন্য পোস্টটি। যারা প্রোগ্রামিং শব্দটা নতুন শুনেছেন এবং প্রোগ্রামিং শিখতে আগ্রহী তাদের জন্য। আপনি কোন বিষয় পড়ছেন বর্তমানে, কোন শ্রেনীতে পড়ছেন, আপনি সাইন্স ব্যকগ্রাউন্ডে না এসব কিছু প্রোগ্রামিং শেখার জন্য বাধা নয়। আগ্রহ থাকলে আপনি শুরু করুন। নিজে নিজেই অনেক কিছু শিখতে পারবেন। কারো গাইডলাইন লাগবে না, একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হবে সাথে একটু সময়। এ দুইটি জিনিস আপনার থাকলে আপনার আর কোন বাধা নেই প্রোগ্রামিং শেখার জন্য।
নিজের ভাষা কম্পিউটারকে বুঝানোর জন্যই পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উৎপত্তি। এ পর্যন্ত কয়েক হাজার পোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয়েছে। বিশ্বাস না হলে নিচের লিস্ট গুলো দেখুন। এ লিস্টের বাহিরে অনেক বেশি পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে।
- List of programming languages
- Generational list of programming languages
- List of programming languages by type
মনে হয় এবার বিশ্বাস করছেন যে কয়েক হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকা সম্ভব। আচ্ছা এত গুলো শেখা কি সম্ভব? একটুও না। তবে প্রায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল কাঠামো একই রকম। একটা জানলে আরেকটা সহজেই বুঝা যায়। আর আপনাকে কাজ করার জন্য সব গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও জানতে হবে না। একটা ভালো করে জানলেই হবে। এখন আপনি কোনটা শিখবেন তা আগে ঠিক করুন। ঠিক করতে না পারলে এ পোস্টটা দেখুন। একটু আইডিয়া পাবেন কোনটা আপনার শেখা উচিত।
যদি পাইথন শিখতে চানঃ
পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য একটা অসাধারন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন প্রোগ্রামিং এ তাহলে পাইথন দিয়ে শুরু করতে পারেন। অনেক সুন্দর ভাবেই শুরু করতে পারবেন। হুকুশ পাকুশেরপ্রোগ্রামিং শিক্ষা নামক প্রোগ্রামিং বই এর সাথে অনেকেই পরিচিত। যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন, কম্পিউটার প্রোগ্রামিং শুরু জন্য অনেক সুন্দর গাইডলাইন। কিভাবে কোড লিখবেন রান করাবেন সবই লেখা রয়েছে।পাইথন বাংলাদেশ নামক ওয়েবসাইট ও দেখে নিতে পারেন।
বাংলা টিউটোরিয়ালঃ
আরো অনেক পাবেন যদি একটু সার্চ করে থাকেন।
ভিডিও টিউটোরিয়ালের জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন। অনেক গুলো টিউটোরিয়াল পাবেনঃ
আর যদি সি প্রোগ্রামিং শিখতে চান তাহলে বাংলা টিউটোরিয়ালঃ
এ গুলো দেখতে পারেন। একটু ঘাটাঘাটি করলে আরো অনেক গুলো বাংলাটিউটোরিয়াল পাবেন সি এর উপর।
সি প্রোগ্রামিং এর ইংরেজি টিউটোরিয়ালঃ
ভিডিও টিউটোরিয়ালের ও অভাব নেই। নিচের লিঙ্কে ক্লিক করুন।
আপনি যদি জাভা প্রোগ্রামিং শুরু করতে চান:
বাংলার জন্য এ পোস্টটা দেখুঃ
জাভা ইংরেজী টিউটোরিয়ালঃ
- http://www.javabeginner.com/
- http://www.freejavaguide.com/corejava.htm
- http://www.tutorialspoint.com/java/index.htm
- http://docs.oracle.com/javase/tutorial/
জাভা ভিডিও টিউটোরিয়ালের জন্য ইউটিউভে একটু সার্চ করুন। অনেক গুলো ভিডিও পাবেন শুরু করার জন্য।
আপনার প্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে থাকুন। শুভ কামনা আপনার জন্য। ইন্টারনেট থেকে কোন বিষয় সহজে খুজে বের করার উপায় নিয়ে এ লেখাটা পড়ে দেখতে পারেন। কাজে লাগতে পারে।
বিদ্রঃ আপনি যদি ওয়েব প্রোগ্রামিং শুরু করতে চান তাহলে কিছু স্টেপ অনুযায়ী এগুতে হবে। তার জন্য আমি আরেকটা পোস্ট লেখার চেষ্টা করব। জাভা এবং পাইথন দুটা দিয়েই ওয়েব প্রোগ্রামিং করা যায়। বেশি ব্যবহৃত হয় PHP. ASP ইত্যাদি।
vAI AKDOM BEGINEER KI KONO INSTITUTE THAKE OR PERSONALLY SHIKTE PARBE.AR AMI MATH KHUB AKTA VALO NA, WHERE SHOULD I LEARN FROM?
python start korun
java programming korata geya onekei problem a pora , onek bug dhora pora code a , kothay theke agulor solution peta para ?