আপনি হয়তো আজ উইন্ডোজ ব্যবহার করেন। আজ আপনি প্রোগ্রামার/কোডার হিসেবে আজ একটি এডটির এর সকল সর্টকার্ট জানেন। কাল হয়তো আপনি ম্যাক বা লিনাক্স বেইসড কোন অপারেটীং সিস্টেম ব্যবহার করবেন। তখন আপনার প্রোগ্রামার হিসেবে এডিটর ও পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি আজ যে টেক্সট এডিটরটি ব্যবহার করেন তা যদি সব গুলো অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারেন তাহলে তো ভালোই হয় তাই না?
jEdit তেমনি একটা টেক্সট এডিটর। সব গুলো অপারেটিং সিস্টেমের মধ্যেই ব্যবহার করতে পারবেন। http://www.jedit.org/ ভিজিট করে ডান কোনা থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার এডিটরটি। বাড়তি সুবিদা হচ্ছে প্লাগইন্স। অনেক গুলো প্লাগইন্স এড করে নিতে পারবেন আপনার ইচ্ছে মত… দেখুনতো আপনার পছন্দ হয় কিনা। হলে আমি কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য 🙂
বলতে ভুলে গেছি। আমি কিন্তু নোটপ্যাড++ দিয়েই খুশি।
আমি কিন্তু নোটপ্যাড++ দিয়েই খুশি