সর্টকোড গুলো html ফাইল বা php কোডের বাহিরে লেখার জন্য বিশেষ ভাবে তৈরি। পিএইচপি ফাইলে কোড গুলো লিখলে কাজ করবে না। তবে একটু বুদ্ধি খাটিয়ে লিখলে সুন্দর মত কাজ করবে।
পিএইচপি ফাইল বা টেমপ্লেট ফাইলে লেকার জন্য নিচের মত করে লিখলে সর্টকোড গুলো কাজ করবে
<?php echo do_shortcode("[shortcode_name]"); ?>
[shortcode_name] এর জাগায় আপনার সর্টকোডটি লিখুন। তাহলে দেখবেন সুন্দর মত কাজ করে।