আমরা পিএইচপিতে অ্যারে ডিক্লেয়ার করতে পারি এভাবেঃ
$primes = array(1, 3, 5, 7);
বা এভাবেও লিখতে পারিঃ
$primes = [1, 3, 5, 7];
এখানে primes নামে একটা অ্যারে তৈরি করা হয়েছে। যেটা একটি ইন্টিজার অ্যারে। যেমন আমরা অ্যারে তৈরি করার পর তা দেখতে পারি এভাবেঃ
<?php $primes = array(1, 3, 5, 7); var_dump($primes); ?>
লুপ চালাতে পারি এভাবেঃ
<?php $primes = array(1, 3, 5, 7); foreach($primes as $prime){ echo $prime . "<br/>"; } ?>
অ্যারেতে কয়েটা ইলিমেন্ট আছে, তা দেখার জন্যঃ
echo count($primes);
অ্যারেতে নতুন একটা ইলিমেন্ট যুক্ত করতে পারি এভাবেঃ
array_push($primes,11);
অ্যারে থেকে যে কোন একটা রেন্ডম মান বের করতেঃ
echo array_rand($primes);
পিএইচপিতে এসোসিয়েটিভ অ্যারে
এসোসিয়েটিভ অ্যারেতে কী-ভ্যালু আকারে ভ্যারিয়েবল তৈরি করা যায়। যেমনঃ
$person = [
"name" => "John Doe",
"age" => 30,
];
এখানে কী গুলো হচ্ছে name এবং age। ভ্যালু গুলো হচ্ছে John Doe এবং 30।
name এর ভ্যালু পেতে আমরা এভাবে লিখতে পারিঃ
echo $person["name"]; // Outputs: John Doe
এসোসিয়েটিভ অ্যারে তৈরি করার জন্য অ্যারে [] এর সর্টফরমেরে ভেতরে এর কী-ভ্যালু গুলো লিখতে হয়। আমরা চাইলে array() ফাংশনও ব্যবহার করতে পারি। যেমনঃ
$person = array(
"name" => "John Doe",
"age" => 30,
);