পাসপোর্ট রিনিউ করার প্রক্রিয়া

এই মাসে ভূটান যাওয়ার কথা ছিল। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যেতে পারিনি। পাসপোর্টের মেয়াদ যদিও ডিসেম্বর পর্যন্ত আছে। কিন্তু ভিসা পাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৬ মাস থাকতে হয়। কি আর করা, যেতে পারিনি।

নতুন পাসপোর্ট করা আর পাসপোর্ট রিনিউ করার প্রসেস একই রকম। শুধুই ফরমটা আলাদা। ফরমটা অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অথবা পাসপোর্ট অফিসের ইনফরমেশন বুথ থেকে ফ্রিতে পাওয়া যাবে। ফরমটা পূরণ করে নিতে হবে। পাসপোর্ট রি-ইস্যু করার জন্য শুধু মাত্র পূরাতন পাসপোর্টের ফটোকপি লাগবে। আর কিছুই লাগবে না। অনলাইনে বিভিন্ন জায়গায় লেখা থাকে সত্যায়িত করা লাগবে, আসলে তাও লাগবে না।

 

ফরম ও অনান্য তথ্য পাওয়া যাবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েব সাইটে

রিনিউ করতে গেলে পূরাতন পাসপোর্টটা সাথে নিতে হবে।

 

রিনিউ করা বা নতুন পাসপোর্ট তৈরি করার জন্য একই পরিমান টাকা লাগবে। সাধারণ ভাবে করতে গেলে ৩৪৫০ টাকা এবং জরুরী ভিত্তিতে করতে গেলে ৬৯০০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে।  সোনালি ব্যাঙ্ক, ট্রাস্ট ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকে টাকা জমা করা যাবে। টাকা জমা করার রশিদ আঠা দিয়ে ফরমের উপরে লাগিয়ে দিতে হবে। যদিও পাসপোর্ট অফিসের ভেতরে গেলেও তা করা যাবে। ব্যাংকে গিয়ে বললেই আপনাকে পাসপোর্টের টাকা দেওয়ার রসিদটা দিবে।

 

রিনিউ ফরম, পূরাতন পাসপোর্ট ও তার ফটোকপি এবং টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে পাসপোর্ট অফিসে সকাল সকাল চলে গেলে একদিনে কাজ সেরে চলে আসা যাবে। কোন রুমে কিভাবে কি করতে হবে, ঐখানে গিয়ে দ্বায়িত্বরত কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে। ঢাকার আগারগাঁও এর ক্ষেত্রে নিচ তলায় লাইনে দাঁড়াতে হয়। এরপর সেখানে কাগজ পত্র দেখে আপনাকে একটা রুমে যেতে বলবে। ঐ রুমের কাজ শেষে অন্য রুমে যেতে বলবে। এই তো। এগুলো সম্পর্কে চিন্তা না করলেও হবে। সব কাজ শেষ হলে আপনাকে একটা টোকেন দিবে, ঐখানে লেখা থাকবে কবে পাসপোর্ট ডেলিভারি দিবে।

 

যদি কোন তথ্য আপডেট করতে চান তাহলে ঐ তথ্যের সাপেক্ষ্যে আপনাকে আলাদা কাগজ পত্র যুক্ত করে দিতে হবে। যেমন আপনি যদি আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে বিদ্যুৎ বিলের ফটোকপি যুক্ত করে দিতে হবে। আপনি যদি আপনার নাম বা অন্য কোন তথ্য আপডেট করতে চান, তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা SSC/HSC এর সার্টিফিকেট এসবের ফটোকপি যুক্ত করতে হবে।

 

পাসপোর্ট রিইস্যু নিয়ে অফিশিয়াল নোটিশ

 

অন্য কারো হেল্প নিতে হবে? না, হাতে ৪-৬ ঘন্টা সময় থাকলে সব কাজ নিজে নিজেই করে আসা যাবে।

73 thoughts on “পাসপোর্ট রিনিউ করার প্রক্রিয়া”

  1. স্বাক্ষর এবং ছবি পরিবর্তনের জন্য কি আবেদন ফর্মে কিছু লিখতে হবে?

    Reply
  2. আমার পাসপোর্টের মেয়াদ মে, ২০১৭ এ শেষ হয়ে গেছে। অর্থাৎ, ৬ মাস পার হয়ে গেছে। এখন আমার কি ৩৪৫ টাকা অতিরিক্ত লাগবে?

    Reply
  3. ধন্যবাদ ভাই । এই পোস্ট টা খুঁজছিলাম। রিনিউ ফরম, পূরাতন পাসপোর্ট ও তার ফটোকপি এবং টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে পাসপোর্ট অফিসে সকাল সকাল চলে গেলে একদিনে কাজ সেরে চলে আসা যাবে তাই তো? আরও কি কোন কাগজপাতি এখন লাগে ? জানাতে পারবেন ?

    Reply
    • পাসপোর্ট বিদেশে গিয়েও কি মেয়াদ বাড়ানো সম্ভব??

  4. আমার মা বৃদ্ধ এবং অসুস্থ মানুষ। তার পাসপোর্টের মেয়াদ শেষ। এখন পাসপোর্ট রিনিউ করার জন্য তাকে কি শশরীরে উপস্থিত থাকতে হবে? নাকি প্রয়োজনীয় কাগজ পত্র সহকারে অন্যকেউ গেলে হবে? ধন্যবাদ

    Reply
    • আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন। সম্ভবত এ কোন পথ খুঁজে পাবেন 🙂

  5. Amr passport 2014 e expired hoice. R passport analogue chilo.. ekhn ki sudhu penalty diye ami reissue korte parbo amr passport na abr new kore korte hbe. Tachara ami eta online korte chachi with some correction. Correction ki possiblle online e .thnx in advance

    Reply
    • ভাই, আপনি কি সমাধান পেয়েছেন? আমিও একই সমস্য়ায় আছি।

  6. আমার নাম শরীফ আমি ওমান থেকে বলতেছি আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে তাই আমি পাসপোর্ট নিয়ে গিয়েছি ওমান দূতাবাস এ সেখানে মানুষ টাকা জমা করাইতেছে নতুন পাসপোর্ট এর জন্য প্রায় তিন হাজার 450 টাকা কিন্তু আমার কাছ থেকে নিল প্রায় 9000 tk আমি জিজ্ঞেস করলাম আমার কাছে এতো টাকা নিতে চান কেন তিনি জবাবে বললেন আপনার ভিসা engineering তাই আপনাকে টাকা দিতে হবে omani rial 43300 পয়সা যার মূল্য বাংলাদেশে প্রায় 9 হাজার টাকা আমি জানি নতুন পাসপোর্ট বানাতে টাকা লাগে normal passport 3450 টাকা এবং emergency passport 6,900 টাকা কিন্তু আমি normal পাসপোর্ট চাইছি সময় নিয়েছে 45 দিন অথচ টাকা নিয়েছে টাকা নিয়েছে 9000 কিন্তু কেন আমার কাছে এত টাকা নিল এটা কি বেআইনি হয়ে গেল না আমি উনাকে অনেক অনুরোধ করেছি আমি গরীব মানুষ আমি এখানে বেশি বেতন পাই না মাত্র 20000 টাকায় কাজ করি desi পাঠাই 15000 টাকা কিন্তু তবুও তিনি আমার কাছ থেকে 9 হাজার টাকা নিয়েছে এখন আমি কি করতে পারি কী করতে পারে এখন আমি কি করতে পারি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারি এ সম্পর্কে যদি কিছু দয়া করে বলেন

    Reply
  7. আমার ঠিকানা, বয়স এবং পিতা মাতার নাম পরিবর্তন করতে হবে, (কারণ আমার শাশুড়ি আমার পিতা মাতার জায়গায় আমার শশুর শাশুড়ির নাম দিয়েছে) এক্ষেত্রে কি পরিবর্তন করতে পারব?

    Reply
    • পারবেন। তবে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে।

    • স্যার আমার পাসপোর্ট নি নবায়ন করতে চাই। আমি টাঙ্গাইল জেলায় আমার পাসপোর্ট নবায়ন করতে পারবো।

  8. আমার পাসপোর্ট আগে নোয়াখালী করেসি,এখন কি আমি dhaka কি করতে পারব?

    Reply
    • ভাই আমার আন্টীর পাসপোর্ট পাওয়া যাচ্ছে না ,পটো কপিও নেই ,, এখন কি ভাবে পাওয়া যায় একটু পরামশ্য

  9. পাসপোর্ট রিনিউ করতে গেলে কি আবার নতুন করে ছবি তুলবে ?
    যদিও আমার পাসপোর্ট এর মেয়াদ এখনো আর ৪ মাত্র মাস বাকি আছে।

    Reply
  10. আমার পাসপোর্টের মেয়াদ আছে September 18 পর্যন্ত।পাসপোর্ট রিনিউ করলে কি september এর পর নতুন পাসপোর্ট পাওয়া যাবে??না কি রিনিউ এর নির্ধারিত সময় পর ই পাওয়া যাবে??

    Reply
  11. আমার পাসপোর্টের ১ বছর আগে মেয়াদ শেষ এখন কত টাকা বাড়তি দিতে হবে?

    Reply
  12. রিনিউ করতে কত দিন সময় লাগে..?কুমিল্লা থেকে করছি..এখন ঢাকা থেকে রিনিউ করতে পারব..?পুলিশ ভেরিফিকেশন হয় কি..?

    Reply
  13. পাসপোট রিনিউ এ কি নতুন করে পুলিশ ভেরিফিকেশন হয়

    Reply
  14. আমার মামলা আছে তবে জামিন এ আছি।আমি কি পাসপোর্ট করতে পারবো?

    Reply
  15. ধন্যবাদ জাকির ভাই, সুন্দর করে প্রয়োজনিয় তথ্য লেখার জন্য। এটা আমার খুবই দরকার ছিল। ভাইয়া আমার একটা সমস্যা আছে পাসপোর্টে। আপনার নম্বরটা কি দেওয়া যাবে, একটু পরমর্শ নেওয়ার জন্য প্লিজ…

    Reply
  16. স্যার, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হইছে ২০০২ তে । এখন আমি ডাক্তার দেখানোর জন্য ভারত যযেতে চাই । আমার এখন পাসপোর্ট দরকার । আমি কতো টাকা জমা দিলে আমার নতুন পাসপোর্ট পাবো ? একটু জানালে উপকৃত হতাম ।

    Reply
  17. যদি আমার পাসপোর্ট টা ঢাকা থেকে হয়ে থাকে সেটা কি আমি যেকোন জায়গা থেকে রিনিউ করতে পারব ।

    Reply
  18. বর্তমানে পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে।আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে ২৫-০৬-২০১৮ তারিখে,এর জন্য কতটাকা জরিমানা লাগবে এবং ছবি পরিবর্তন করতে হলে কি করতে হবে জানালে কৃতজ্ঞ হব।

    Reply
  19. পুরাতন পাসপোর্ট বইতে ভিসা আছে এখনো ৩ বছর ( বৃদ্ধ) এখন নতুন পাসপোর্ট করেছি। কিন্তু ভিসাও কি নতুন লাগতে হবে নাকি ঐ ভিসা কার্যকর থাকবে বুঝতেছি না।

    Reply
  20. ভাই আমার পাসপোর্টা ভিসা লাগানোর জন্য জমা দিয়ে দিছি এখন আমার পাসপোর্ট এর একটা কপি দরকার অনলাইন থেকে কোনো ভাবে আমার পাসপোর্টা বের করতে পারবো কি?

    Reply
  21. ভাই আমার পাসপোর্ট এর মেয়াদ 2 মাস বাকি আছে আমি কি এখন দেশে যেতে পারবো

    Reply
  22. আমার বর্তমান ঠিকানা ঢাকা হলেও আমি কি বর্তমান ঠিকানা আমার স্থায়ী ঠিকানায় দিয়ে পাসপোর্ট রিনিউয়াল এর আবেদন করতে পারবো? আর আবেদন ঢাকাতেই করতে পারবো? Help 😭😭😭😭😭😭😭

    Reply
  23. আমার এপি আর পাসপোর্টে বর্তমান ছবি বাদ দিয়ে নতুন ছবি দিতে কি করতে হবে ।

    Reply
  24. লন্ডন থাকা অবস্থায় পাসর্পোট এর মেয়াদ শেষ হয়ে গেছে।অনুপস্থিত থাক অবস্থায় এখন পুনরায় বাংলাদেশে পাসর্পোট তৈরী করা যাবে কি না বা মেয়াদ বাড়ানো যাবে কিনা এ নিয়ে একটু কিছু বলবেন। এর প্রাথমিক অবস্থায় কী করণীয়? আর এতে কী কী প্রয়োজন পরতে পারে বলে মনে করেন।

    Reply
  25. আমার আম্মার পাসপোর্ট এর মেয়াদ আছে এখন রেনু করলে কি কি কাগজ লাগবে।দয়া করে জানাবেন।

    Reply
  26. আমার এম আর পি পাসপোর্ট এর মেয়াদ গত ৪ ডিসেম্বর, ২০১৮ তারিখ এ শেষ হয়েছে এখন কি আমি আমার পাসপোর্ট টি রিনিউ করতে পারব ? না নতুন করে আবার পাসপোর্ট করতে হবে?

    Reply
  27. পাসপোর্ট করার সময় স্থায়ী ঠিকানা দেই নাই। দিয়েছি বর্তমান ঠিকানা, কিন্তু আমি এখন বর্তমান ঠিকানায় তো নাই, তো এখন স্থায়ী ঠিকানা দিতে হলে কি করা লাগবে। (দেশের বাহিরে থাকি)

    Reply
  28. পাসপোর্ট রি ইস্যু করতে কি ফরম বা কোন ফরম লাগবে তথ্য পরিবর্তনের ক্ষেত্রে।

    Reply
  29. আমি নতুন পাসপোর্টকরেছি,কিন্তু কোরিয়ার লটারি ধরতে গিএ দেখলাম পুরনো পাসপোর্ট এর নাম্বার দেখাচ্ছে,নতুনটার নাম্বার আসে না। এখন কথা হচ্ছে পূরানো পাসপোর্ট কি ডিসেবল বা আন্য কিছু করতে হয়।

    Reply
  30. পুরোনো পাসপোর্ট এবং অন্য জায়গা থেকে করা , কিন্তু এখন কি আমি এটা আগারগাঁও থেকে রিনিও করতে পারবো, আর এটা কি ১ সপ্তাহের মধ্যে করা সম্বব দালাল ছাড়া, ধন্যবাদ জানাবেন, ভাইয়া!

    Reply
  31. আমি শিউর না। আপনি 02-8123788 এই নাম্বারে কল করে জেনে নিতে পারেন।

    Reply
  32. আমার পাসপোর্ট হারিয়ে গেছে এবং মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে আমি কি করবো

    Reply
  33. পাসপোর্ট রি-নিউ করতেও কী পুলিশ ভেরিফিকেশন এর দরকার হয়?

    Reply
  34. আমি কি আঞ্চলিক অফিস (বর্তমানে যে স্থানে অবস্থান করতেছি) সেই স্থান থেকে আগের স্থায়ী ঠিকানায় থাকা অবস্থায় ইস্যু করা মেয়াদ উত্তীর্ন (২০১৬ তে) পাসপোর্ট টি রিনিঊ করতে পারবো ? আর এখন কি পুনরায় পুলিশ ভেরিফিকেশন হবে? জানালে উপকৃত হবো ।

    Reply
  35. আমার পাসপোর্ট টা হারিয়ে গিয়েছে এবং মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এখন আমার কি করণীয়?

    Reply
  36. ভাই আমার passport এর মেয়াদ শেষ হয়ে গেছে ৮ মাস আগে. আবার নাম ও জন্ম তারিখ ভোটার আইডির সাথে মিল নাই এখন আমি নতুন করে কি করতে পারবো না রেনু করবো…..???

    Reply
  37. ভাই আমার পাসপোর্ট এর মেয়াদ ফেব্রুয়ারী ২২, ২০১৯ পর্যন্ত আছে। আমি ইচ্ছে করলে কি এখন পাসপোর্ট রিনিউ করতে পারব?

    Reply
  38. ফর্মে একটা অপশন আছে ইস্যুরস্থান, সেখানে কি যেখান থেকে আবেদন করতেছি সেই স্থানের নাম হবে ? ??

    Reply
  39. ভাই আমি আজকে সব কাজ শেষ করেছি সুদু পরিক্কার চারটিফিকেট গুলা সত্যায়িত করি নাই।
    জমা দিলে কি ওরা রাখবে?
    নাকি সত্যায়িত করাতে হবে?

    Reply
  40. আমার পাসপোর্টের মেয়াদ শেষ হতে এখনো আড়াই মাস বাকি আছে। আমার ইচ্ছা আমি পাসপোর্ট এখন রিনিউ করবো। আবার একমাস পর আমার দেশের বাইরে যাবারও প্রয়োজন, যেদেশে যাবো, সেখানকার মেয়াদসহ ভিসা আমার পাসপোর্টে আছে। যদি পাসপোর্ট রিনিউ করা হয়, তাহলে কি আমার পুরোনো পাসপোর্ট নিয়ে নেবে?? আমি কি যেতে পারবো?? গত একসপ্তাহ আগে বেনাপোল স্থল বন্দর দিয়ে যাবার সময় আমার পাসপোর্টের মেয়াদ তিনমাস না থাকার কারণে অনেক ঝামেলা করেছে ইমিগ্রেশন থেকে। তাই চিন্তায় আছি… একটু তাড়াতাড়ি জানালে ভালো হতো।

    Reply
  41. আসসালামু আলাইকুম
    আমার পাসপোর্ট এর মেয়াদ বাড়াতে চাই, হবীগঞ্জ অফিসে, আমি দালাল ছাড়া কাজ করলে কি ভাল হবে, শুনেছি দালাল ছাড়া করলে নাকি দেরিতে কাজ হয়/ ভুগান্তি পোহাতে হয়, কার হবীগঞ্জ অফিস বিষয়ে জানা থাকলে দয়া করে আমায় জানিয়ে উপক্রিত করবেন।

    Reply
  42. পাসপোর্ট নবায়ন করতে কতোদিন লাগে? জরুরী ভাবে করলে কতোদিন লাগবে?জানাবেন দয়া করে।

    Reply
  43. পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবার আগে কি রিনিউ করা যাবে। আমার ১৯/১১/২০১৯ সালে মেয়াদ শেষ কিন্তু ইন্ডিয়া যাওয়ার জন্য এই মাসে জরুরি করা লাগবে।

    Reply
  44. আমার ভিসার মেয়াদ আর ২০ দিনের মত আছে। কিন্তু আমার মাস খানেক পর একবার যাওয়ার দরকার। সেক্ষেত্রে ভিসা বাড়ানোর কি কোনো উপায় আছে??

    Reply
  45. আমার পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৭ই এপ্রিল ২০১৭ । এখন আমি পাসপোর্ট রিনিউ করতে চাই । জরিমানা কত লাগবে ?

    Reply
  46. যদি আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাইলে কি মেয়াদ বাড়নোর জন্য আবার টাকা দিতে হবে?

    Reply
  47. ভাই, এক জেলারপাসপোর্ট কি অন্য জেলায় রিনিউ করা যাবে???

    Reply
  48. পাসপোর্টের মেয়াদ শেষ হলে রি- ইস্যু করার ক্ষেত্রে ব্যাংক থেকে দুটি রশিদ দিয়েছে,
    একটি নবায়ন ফি , অপরটি জরিমানা ফি!!
    এখন নবায়ন ফর্মে কি দুই রশিদের টাকা এক সঙ্গে উঠাতে হবে!!!?? (৩৪৫+৩৪৫= )৩৭৯৫/=
    নাকি আলাদা আলাদা !!???
    .
    রশিদ নম্বর ও কি দুইটাই উঠাতে হবে!!??

    Reply
  49. ভাই আমার পাসপোর্ট ২বছর আগে হারিয়ে গেসে মেয়াদ সেস কি করব বলেন হেল্প

    Reply
  50. রিনিউ ফরম, পূরাতন পাসপোর্ট ও তার ফটোকপি এবং টাকা জমা দেওয়ার রসিদ এগুলো কি সত্যায়িত করে নিয়ে যেতে হবে ???

    Reply
  51. আপনার ব্লগের জন্য ধন্যবাদ।
    একটা জিনিস জানার দরকার ছিলো, আমার পাসপোর্ট আগারগাঁও থেকে করানো। আমি কি উত্তরা থেকে রিনিউ করাতে পারবো?

    Reply
  52. আমার পাসপোর্ট ২০১২ সালে মেয়াদ শেষ হয়েছে। তখন হাতে লেখা ছিল।
    ১/ আমি এখন পাসপোর্ট রিনিউ করতে চাই।
    ২/ এখন তোলা ছবি দিতে চাই।
    ৩/ আগেরটায় পেশা ছাত্র ছিল সেটা চেইঞ্জ করে বেসরকারি চাকুরীজীবী দিতে চাই।
    কি কি কাগজ লাগবে ? এবং কয়টাকা লাগবে?
    দয়া করে জানাবেন ।
    ধন্যবাদ।

    Reply
  53. আমার বর্তমান পাসপোর্ট এ জন্ম তারিখ উল্লেখ আছে ৬ জানুয়ারি ১৯৯০, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয় ২৭ মে ২০১৭, আমি এখন আমার ন্যাশনাল আইডি ও এস এস সি সনদের জন্মতারিখ অর্থ্যাত ১২-১১- ১৯৯৫ উল্লেক করে পাসপোর্ট নবায়ন করতে পারবো কিনা একটু দয়া করে জানান।

    Reply
  54. পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় কি রি -ইস্যুর আবেদন করা জায় ?

    Reply
  55. আসসালামুয়ালাইকুম, আমি আবুধাবি থেকে ছুটিতে দেশে আসছি আমার পাসপোর্টের মেয়াদ শেষ Jun 15 তারিখ, আর আমার ফ্লাইট মার্চ 28 তারিখে এখন আমার কি যেতে সম্যসা হবে, প্লিজ একটু জানাবেন, স্যার

    Reply
  56. আমার MRP passport a NID & Marital statusনেই as that time I was not married & no NID. Now if I apply for e-passpor, can I add those?
    Or if I renew MRP passport can I add those?
    N.b I have no marriage certificate, as I got married throughout Hindu ritual.

    Reply
  57. আমার ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট অফিসে এমআরপি রিইস্যু পাসপোর্ট জমা দিতে হবে, না কি যেকোন অফিসে জমা দেয়া যাবে? অর্থাৎ, আমার ঠিকানা যাত্রাবাড়ী কিন্তু বর্তমানে থাকি উত্তরায়, আমি কি উত্তরায় রিইস্যু পাসপোর্ট জমা দিতে পারব? নাকি যাত্রাবাড়ি অফিসে যেতে হবে?

    Reply
  58. স্যার আমার বাড়ি চাঁদপুর আমার পাসপোর্ট হারিয়ে গেছে থানায় জি ডি করেছি আমি ঢাকায় থাকি সে ক্ষেত্রে আমি কি আগারগাও অফিস থেকে কাজ করাতে পারবো।যদিও পাসপোর্ট করেছি চাঁদপুর থেকে।

    Reply

Leave a Reply