১৯৯১ সালে গুইডো ভ্যান রোসামের হাতে পাইথনের উৎপত্তি।পাইথন অনেক সহজ এবং সহজ একটা ল্যাঙ্গুয়েজ। সহজ বলে মনে করবেন না যে এর ক্ষমতা ও সহজ। গুগল, ইউটিউবের মত সাইট গুলো পাইথন দিয়ে চলে। সম্পুর্ণ ভাবে অবজেক্ট অরিয়েন্টেড সাফোর্ট করে। পৃথিবীর সকল ভালো বিশ্ববিদ্যালয় গুলোতে পাইথন দিয়েই প্রোগ্রামিং জ্ঞান শেখানো শুরু করা হয়। গত বছর থেকে বুয়েটেও পাইথন দিয়ে প্রোগ্রামিং শুরু করা হচ্ছে। যারা প্রোগ্রামিং শিখতে চান তারা নিজে নিজেই কোন প্রাতিষ্ঠানিক গাইড লাইন ছাড়া পাইথন শিখতে পারেন। এটা হিউম্যান ল্যাগুয়েজ এর কাছা কাছি। তাই আপনি যদি কম্পিউটার সাইন্স ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকেন আজই পাইথন শেখা শুরু করতে পারেন। হুকুশ পাকুশেরপ্রোগ্রামিং শিক্ষা নামক প্রোগ্রামিং বই এর সাথে অনেকেই পরিচিত। যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন, কম্পিউটার প্রোগ্রামিং শুরু জন্য অনেক সুন্দর গাইডলাইন। কিভাবে কোড লিখবেন রান করাবেন সবই লেখা রয়েছে।পাইথন বাংলাদেশ নামক ওয়েবসাইট ও দেখে নিতে পারেন।
দেখতে পারেন বাংলায় পাইথন প্রোগ্রামিং বইটি। প্রোগ্রামিং শেখার পাশা পাশি তা ব্যবহার করে কিভাবে সফটওয়ার তৈরি করা যায়, তা জানা যাবে এখান থেকে।
pdf boi dorkar chilo please link