আজ নভোথিয়েটারে গিয়েছি। সাথে ছিল রুবেল। বিজ্ঞান পছন্দ করে যারা, তাদের ভালো লাগার মত একটা সুন্দর জায়গা। নভোথিয়েটারের ভেতর পছন্দ করার মত অনেক জায়গা রয়েছে। যেমন বিজ্ঞানীদের ফটো গ্যালারি [তাদের বিখ্যাত কাজ সহ], পরমানু তথ্য কেন্দ্র, 5D মুভি দেখার ব্যবস্থা এবং নভোথিয়েটার যে জন্য সেই মুভি থিয়েটারে দুইটা ছোট মুভি দেখা। রয়েছে রাইড সিমুলেটর যা রোলার কোস্টারের মত।
5D মুভিটা অসাধারণ। ছোট ৫-১০ মিনিটের মত। তবে দারুণ লাগবে। বাচ্চারাও অনেক পছন্দ করবে। 5D মুভি সম্পর্কে বলে মজা নষ্ট করে দিতে চাচ্ছি না, ঐখানে গিয়ে দেখলে একটা সাপ্রাইজ হিসেবে থাকবে।
আর নভোথিয়েটারের থিয়েটারটাও দেখার মত। নিজের ছোট ভাই, বা ছোট ছেলে মেয়েকে নিয়ে যাওয়া দরকার, যদি তাদেরকে বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করতে চান। নভোথিয়েটারের টিকেট জন প্রতি ১০০ টাকা। 5D মুভির টিকেট ৫০টাকা, রাইড সিমুলেটর ৫০টাকা। সব মিলিয়ে ২ ঘন্টায় সব দেখা যাবে।
নভোথিয়েটার থেকে বের হয়ে গিয়েছি সামরিক যাদুঘরে। সবার জন্য উন্মুক্ত। সুন্দর জায়গা। বিকেলে হাটতে হাটতেই দেখা যাবে।
সামরিক যাদুঘর থেকে গিয়েছি ফার্মগেট। খাওয়া দাওয়া করতে। এরপর গিয়েছি RR Foundation এ। খাওয়া দাওয়ার পর আবার খাওয়া দাওয়া, রাসেল ভাই লাচ্ছি, চা খাওয়ালো। তারপর গিয়েছি Business App Station এ, মোবারক ভাই এর সাথে দেখা করতে। এবং শেষে ন্যাশনাল অ্যাপ এওয়ার্ড ইভেন্ট এ।
এবং শেষে বাসায় ফেরা।
ফেরার সময় আমার প্রিয় সানগ্লাসটা রেখে চলে এসেছি। সারাদিন অনেক আনন্দে কাটিয়ে ফেরার সময় মন খারাপ করে ফিরছি :'(
sunglass fele asa valo -_-
এত্ত গুলো কষ্ট :'(