নভোথিয়েটার এবং সামরিক যাদুঘরে ঘুরাঘুরি এবং ন্যাশনাল অ্যাপ এওয়ার্ড ইভেন্ট এ অংশগ্রহন

আজ নভোথিয়েটারে গিয়েছি। সাথে ছিল রুবেল। বিজ্ঞান পছন্দ করে যারা, তাদের ভালো লাগার মত একটা সুন্দর জায়গা। নভোথিয়েটারের ভেতর পছন্দ করার মত অনেক জায়গা রয়েছে। যেমন বিজ্ঞানীদের ফটো গ্যালারি [তাদের বিখ্যাত কাজ সহ], পরমানু তথ্য কেন্দ্র, 5D মুভি দেখার ব্যবস্থা এবং নভোথিয়েটার যে জন্য সেই মুভি থিয়েটারে দুইটা ছোট মুভি দেখা। রয়েছে রাইড সিমুলেটর যা রোলার কোস্টারের মত।

5D মুভিটা অসাধারণ। ছোট ৫-১০ মিনিটের মত। তবে দারুণ লাগবে। বাচ্চারাও অনেক পছন্দ করবে। 5D মুভি সম্পর্কে বলে মজা নষ্ট করে দিতে চাচ্ছি না, ঐখানে গিয়ে দেখলে একটা সাপ্রাইজ হিসেবে থাকবে।

আর নভোথিয়েটারের থিয়েটারটাও দেখার মত। নিজের ছোট ভাই, বা ছোট ছেলে মেয়েকে নিয়ে যাওয়া দরকার, যদি তাদেরকে বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করতে চান। নভোথিয়েটারের টিকেট জন প্রতি ১০০ টাকা। 5D মুভির টিকেট ৫০টাকা, রাইড সিমুলেটর ৫০টাকা। সব মিলিয়ে ২ ঘন্টায় সব দেখা যাবে।

নভোথিয়েটার থেকে বের হয়ে গিয়েছি সামরিক যাদুঘরে। সবার জন্য উন্মুক্ত। সুন্দর জায়গা। বিকেলে হাটতে হাটতেই দেখা যাবে।

সামরিক যাদুঘর থেকে গিয়েছি ফার্মগেট। খাওয়া দাওয়া করতে। এরপর গিয়েছি RR Foundation এ। খাওয়া দাওয়ার পর আবার খাওয়া দাওয়া, রাসেল ভাই লাচ্ছি, চা খাওয়ালো। তারপর গিয়েছি Business App Station এ, মোবারক ভাই এর সাথে দেখা করতে। এবং শেষে ন্যাশনাল অ্যাপ এওয়ার্ড ইভেন্ট এ।

 

 

IMG_20150418_105924
নভোথিয়েটারের সামনের দিকের একাংশ
IMG_20150418_105932
নভোথিয়েটারের সামনের দিকের একাংশ
IMG_20150418_110410
নভোথিয়েটারের ভেতরে, সৌরজগতের সিমুলেটর
IMG_20150418_110544
নভোথিয়েটারের ভেতরে, বিজ্ঞানীদের ফটোগ্যালারি
IMG_20150418_110620
নভোথিয়েটারের ভেতরে, বিজ্ঞানীদের ফটোগ্যালারি
IMG_20150418_110627
নভোথিয়েটারের ভেতরে, সৌরজগতের সিমুলেটর
IMG_20150418_111439
রুবেল ভাই এর সাথে সেলফি
IMG_20150418_111522
এটি 5D ছবি
IMG_20150418_111801
5D মুভির টিকেট
IMG_20150418_112006
নভোথিয়েটারের ভেতরে, আমি…
IMG_20150418_114727
নভোথিয়েটারের ভেতরে, খ গোলক
IMG_20150418_114758
নিজেদের ছবি নিজেরা তোলার চেষ্টা
IMG_20150418_115046
নভোথিয়েটারের ভেতরে, গ্যালারি দেখার সময়
IMG_20150418_115120
নভোথিয়েটারের ভেতরে, গ্যালারি দেখার সময়
IMG_20150418_125537
নভোথিয়েটারের ভেতরে, পরমানু শক্তি কেন্দ্র
IMG_20150418_125710
নভোথিয়েটারের ভেতরে, পরমানু শক্তি কেন্দে তেজষ্ক্রিয়তা মাপার যন্ত। আমি নিজেরটা মেপেছি। আমার তেজষ্ক্রিয়তা 03147 বেকরেল।
IMG_20150418_125833
নভোথিয়েটারের ভেতরে, পরমানু শক্তি কেন্দ্রে
IMG_20150418_130349
লিফট নষ্ট, এটা কিছু হইলো? :'(
IMG_20150418_130810
নভোথিয়েটারের সামনে 😀
IMG_20150418_130953
মু হা হা হা
IMG_20150418_131013
হি হি হি 😀
IMG_20150418_131157
নভোথিয়েটারের বাহিরের অংশটাও সুন্দর
IMG_20150418_131400
সবুজের মাঝে… নভোথিয়েটারের বাহিরে। জামরুল গাছের নিছে। গাছে অনেক গুলো জামরুল ধরেছে। দেখলে খেতে ইচ্ছে করবে 😀
IMG_20150418_131608
😛
IMG_20150418_132253
সামরিক যাদুঘরের সামনে
IMG_20150418_132320
রুবেল ভাই দারুণ খুশি 😀
IMG_20150418_132505
আমি ভালো ছেলে। যুদ্ধ করি না 😀
IMG_20150418_132631
সামরিক যাদুঘরের ভেতরে, সুন্দর গাছ গাছালি 🙂
IMG_20150418_132734
সামরিক যাদুঘরের ভেতরে, সুন্দর গাছ গাছালি 🙂
IMG_20150418_132739
সামরিক যাদুঘরের ভেতরে, সুন্দর গাছ গাছালি 🙂
IMG_20150418_132848
সব ধংশ করে দিব 😀
IMG_20150418_132954
ঘররররর
IMG_20150418_133030
😀
IMG_20150418_133529
নৌযান… নাম কি জানি? ভুলে গেছি
IMG_20150418_141443
এরপর ফার্মগেট এসে খাওয়া দাওয়া। ফার্মগেট হোটেলে কাচ্ছি …
IMG_20150418_161440
এরপর National Developer Conference & Award Gala Event এ
IMG_20150418_163906
ফটো বুথে ফটো তোলা…
IMG_20150418_164020
You have to বুঝতে হবে।
IMG_20150418_164140
বিশাল এক মোরগের সাথে 😀
IMG_20150418_192749
National Developer Conference & Award Gala Event এ শূন্য ব্র্যান্ড এর পারফরম

 

এবং শেষে বাসায় ফেরা।

 

ফেরার সময় আমার প্রিয় সানগ্লাসটা রেখে চলে এসেছি। সারাদিন অনেক আনন্দে কাটিয়ে ফেরার সময় মন খারাপ করে ফিরছি :'(



2 thoughts on “নভোথিয়েটার এবং সামরিক যাদুঘরে ঘুরাঘুরি এবং ন্যাশনাল অ্যাপ এওয়ার্ড ইভেন্ট এ অংশগ্রহন”

Leave a Reply