টেক্সট টু ইমেজ জেনারেটের জন্য Stable Diffusion

টেক্সট টু ইমেজ জেনারেটের জন্য অনেকেই ইতিমধ্যে মিডজার্নির সাথে পরিচিত হয়েছেন। মিডজার্নি দারুণ একটা ট্যুল। একটাই সমস্যা, পেইড সার্ভিস। ফ্রিতে অল্প কিছু ইমেজ জেনারেট করা যায়। এরপর সাবস্ক্রিপশন নিতে হয়। মিডজার্নিং অনেক গুলো অলটারনেটিভ রয়েছে। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে স্ট্যাবল ডিফিউশন। আগেই স্বীকার করে নিচ্ছি স্ট্যাবল ডিফিউশনে মিডজার্নির মত ভালো রেজাল্ট পাবেন না। সুবিধে হচ্ছে নিজ কম্পিউটারে স্ট্যাবল ডিফিউশন ইন্সটল করে ইমেজ জেনারেট করতে পারবেন।

কম্পিউটারে স্ট্যাবল ডিফিউশন ইন্সটল করতে পারেন DiffusionBee এর মাধ্যমে। আপাতত DiffusionBee শুধু মাত্র ম্যাকে ইন্সটল করা যায়। উইন্ডোজ ভার্সন এখনো আসেনি। উইন্ডোজে চাইলে Stable Diffusion সোর্স কোড কম্পাইল করে ব্যবহার করতে পারবেন। তবে প্রসেসটা কিছুটা কমপ্লিকেটেড। এখানে বিস্তারিত গাইড পাবেন।

ম্যাক ইউজাররা DiffusionBee ডাউনলোড করার পর তা অ্যাপ্লিকেশন ফোল্ডারে মুভ করে ইন্সটল করে নিতে পারবেন। প্রথমবার ওপেন করলে ইমেজ জেনারেট মডেল গুলো ডাউনলোড হবে। ইন্টারেন্ট স্পিডের উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে। এরপর নিচের মত উইন্ডো দেখাবে যেখানে আপনি কোন টেক্সট লিখে Generate প্রেস করলে ইমেজ তৈরি করে দিবেঃ

ইমেজকে এখান থেকে আপস্কেল করা যাবে, কম্পিউটারে সেভ করা যাবে।

 

যারা ইন্সটল না করেও Stable Diffusion ট্রাই করতে চাচ্ছেন, তারা ড্রিম স্টুডিও অথবা হাগিং ফেইসে গিয়ে স্ট্যাবল ডিফিউশন ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারবেন।

1 thought on “টেক্সট টু ইমেজ জেনারেটের জন্য Stable Diffusion”

Leave a Reply