বিক্ষিপ্ত চেষ্টা গুলোর অনেকাংশই বিফলে যায়। একবার একটা বিষয় নিয়ে চেষ্টা করার কারণে কোনটাই ঠিক মত হয় না। মূল লক্ষ্য? বিচ্চিন্ন চেষ্টার কারণে তা দূরেই থেকে যায়।
লক্ষ্য যদি কারো স্থির থাকে, তাহলে ছোট ছোট প্রচেষ্টা দিয়েও সেখানে পৌঁছানো যায়। সরল রেখা বরাবর হেঁটে দেখুন না কত দূর যাওয়া যায়। আর যদি একবার এক দিকে আমরা হাঁটি, তাহলে যেখান থেকে শুরু করি, সেখান থেকে বেশি দূর কি এগুনো যায়? যায় না। নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও একই। সব কিছু চেষ্টা করতে গেলে কোন কিছুই ঠিক মত হয়ে উঠে না।
এক এক মানুষের জীবনের উদ্দেশ্য এক একটা। ইচ্ছে এক এক রকম। স্বপ্ন গুলো কত ভিন্ন, কত রঙ্গিন। স্বপ্ন, ইচ্ছে বা লক্ষ্য যাই হোক না কেনো, তা জানা দরকার। আর নিজের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক গুলো ছোট ছোট ধাপ পার হতে হয়। খেয়াল রাখতে হবে যেন এই ছোট ধাপ গুলো নিজের মূলল লক্ষ্যের অভিমুখে হয়। যেন এই ছোট ছোট ধাপ গুলো নিজেকে নিজের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। ধীরে ধীরেই হলেও যেন মূল গন্তব্যের দিকেই অগ্রসর হওয়া যায়। ধীরে ধীরে অগ্রসর হতে হতেই এক সময় নিজের সকল স্বপ্ন পূরণ হয়ে যাবে। একটু একটু করে।
মাঝে মাঝে থেমে যেতে হতে পারে। তখনো যেনো ঐ সম্মুখেই নিজের দৃষ্টি থাকে। পরিপার্শ্বিকের কারণে মাঝে মাঝে হয়তো উল্টো পথেও হাঁটতে হতে পারে, তখনো যেন নিজের মন, নিজের আত্মাটি সামনের দিকেই অগ্রসর হওয়ার চেষ্টা করে। এটা একটা যুদ্ধের মত। হেরে না যাওয়ার যুদ্ধ। নিজের স্বপ্ন পূরণের যুদ্ধ। চেষ্টা করে গেলে একদিন জয়ী হব। হাসব বিজয়ের হাসি।
tnx bro