গুগল

আজ গুগলের জন্মদিন। গুগল সম্পর্কে না বলে গুগল সম্পর্কে বলি। গুগল (Googol) একটা বিশাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। 10^100 কে সংক্ষেপে গুগল বলে। ইনফিনিটি বুঝাতে গুগল বা 10^100 এর কথা বলে Edward Kasner, একজন গণিতবিদ। যদিও ইনফিনিটির কাছে গুগল কিছুই না।

এই গুগল নামটা কিন্তু Edward Kasner নিজের না। সে তার ৯ বছরের ভাতিজাকে জিজ্ঞেস করল বিশাল এই নাম্বারকে কি বলা যায়। সে উত্তর দিল গুগল। গুগল কিন্তু আসলেই অনেক বিশাল একটা নাম্বার। আমাদের মহাবিশ্ব অনেক অনেক বিশাল। এই বিশাল ইউনিভার্সে কত গুলো ইলেকট্রন থাকবে? অনেক অনেক গুলো। প্রায় 10^79. সে তুলনায় 10^100 তো অনেক বড়, তাই না? বিশালতার কাছে আমি, আমরা কত ক্ষুদ্র।

গুগলের হেডকোয়ার্টারের নাম হচ্ছে গুগলপ্লেক্স। তাও অনেক বিশাল একটা নাম্বার। 10^10^100 মানে 10^googol. অনেক অনেক বিশাল।

Leave a Reply