ইঞ্জিনিয়ার হিসেবে গুগল ইন্টারভিউ ফেইস করার জন্য John Washam নামক এক ভদ্রলোক ৮ মাস ধরে পড়ালেখা করছেন। উনি কম্পিউটার সাইন্সে পড়ালেখা করেন নি, ইকোনোমিক্স নিয়ে পড়ালেখা করেছেন। এবং এখন গুগল ইন্টারভিউ এর কিউতে রয়েছেন।
গুগলে ইন্টারভিউ দেওয়ার জন্য উনি যা যা শিখেছেন, যা যা ফলো করেছেন, তার সব গুলো রিসোর্স এর একটা লিস্ট করেছেন গিটহাবে Google Interview University।
কয়েক দিন আগে উনি উনার এই প্রিপারেশন সম্পর্কে মিডিয়ামে একটা আর্টিকেল লিখেছেন, যেখানে গুগলের বিভিন্ন সিনিয়র পোস্টের ইঞ্জিনিয়াররাও কমেন্ট করেছেন, উনাকে উৎসাহ দিয়েছেন।
গুগলে কাজের পরিবেশই আলাদা। ওরা বাচাই করে সেরাদেরই নিয়োগ দেয়। কোডিং জ্ঞান থেকে বেশি নজর দেয় কম্পিউটার সাইন্স এর বিভিন্ন জ্ঞানকে। কিভাবে মেমরি ম্যানেজমেন্ট হয়, কিভাবে একটা অপারেটিং সিস্টেম কাজ করে, বিভিন্ন অ্যালগিরদম সম্পর্কে ধারনা, কমন ডেটা স্ট্রাকচার গুলো নিজে ইমপ্লিমেন্ট করতে জানা ইত্যাদি। এ সম্পর্কে John এ বক্তব্য হচ্ছে, আমি যদি গুগলে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নেই, আমি যে কোন টেক কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তত হয়ে যাবো। যেটা সত্যি।
এখানের রিসোর্স গুলো যদি কেউ কভার করে, সে যে কোন টেকনিক্যাল ইন্টারভিউ সহজেই ফেইস করতে পারবে। গুগলে জব হোক না হোক, এ লিস্টটা ফলো করলে অনেক কিছুই শেখা হবে, যা সারাজীবন কাজে লাগবে।
গুগলে কোন কোন ইঞ্জিনিয়ার অ্যাপলাই করতে পারবে? সি. এস . সি জন্য সুযোগ কেমন?
গুগলে কোন কোন ইঞ্জিনিয়ার অ্যাপলাই করতে পারবে? সি. এস . সি জন্য সুযোগ কেমন?
গুগলে কোন কোন ইঞ্জিনিয়ার অ্যাপলাই করতে পারবে? C.S.E জন্য সুযোগ কেমন?