গল্প – বাবা

তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে।

– আমি একটা হলোগ্রাফিক ত্রিমাত্রিক ছবি মাত্র। তুমি আমাকে জড়িয়ে ধরতে পারো না।
তাহলে তুমি বাবার মত কথা বলো কিভাবে?

– আমি তোমার বাবার মস্তিষ্ক থেকে নেওয়া তথ্য দিয়ে তৈরি একটা AI প্রোগ্রাম। তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের খারাপ লাগলে শান্তনা দেওয়ার জন্য, কোন সমস্যায় পড়লে তার সমাধান দেওয়ার জন্য আমাকে স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। বলা যায় আমি তোমার বাবারই একটা অংশ।

আমি তোমাকে বাবা বলে ডাকতে পারি?

– অবশ্যই পারো। আমাকে দেখতে তোমার বাবার মত দেখায় না?
হ্যাঁ, দেখায়।

– একটা পিজিক্যাল অস্তিত্ব ছাড়া আমি তোমার বাবারই একটা কপি। যে তোমার সাথে কথা বলতে পারবে। তোমাকে গল্প শুনাতে পারবে। সকালে তোমাকে ঘুম থেকে ডেকে তোলা সহ অনেক কিছুই করতে পারবে। আচ্ছা… এখন অনেক রাত হয়েছে। লক্ষীছেলের মত ঘুমুতে যাও। গুড নাইট।
গুড নাইট বাবা। ভালো থেকো।

– তুমিও ভালো থেকো।

Leave a Reply