এক এক কাজে এক একটা কোড এডিটর বা IDE ব্যবহার করতে হয়। যেমন যখন এন্ড্রয়েড অ্যাপ এর কোড লিখি তখন ব্যবহার করি Eclipse বা Android ADT Bundle . iOS অ্যাপ ডেভেলপমেন্ট এর জন্য ব্যবহার করি xCode. ম্যাকে বেশির ভাগই xCode ব্যবহার করা হয়।
ছোট খাটো কোন কাজ করতে বেশির ভাগই ব্যবহার করি NotePad++ . ছোট কিন্তু দারুন একটি কোড এডিটর। মাঝে মাঝে করি SublimeText