কত কিছু শেখার আছে। কিন্তু কি শিখব? এমনটা বলতে গেলে অনেকেই ভাবে।
কোন বিষয়টা শিখব, তা বুঝতে না পারলে দুই ধাপে নিজের পছন্দের বিষয়টা খুঁজে নেওয়া যায়।
প্রথম ধাপ হচ্ছে যা ভালো লাগে, সব শেখা শুরু করা। সব! সমুদ্রের মধ্যে গিয়ে একটু হাবুডুবু খান। খড় কুটা দেখলে ঐটাকেই জাহাজ ভেবে উঠে পড়ুন। ধোঁকা খেতে থাকুন। এরপর নিজেই বুঝতে পারবেন আপনার আসলে কোন বিষয়টা নিয়ে এগুনো উচিত।
নিজের পছন্দের বিষয় পেয়ে যাওয়ার পর এবার ঐটাতে সব ফোকাস দিন। ঐ সম্পর্কে যত রিসোর্স আছে, সব সংগ্রহ করার চেষ্টা করুন। যতটুকু জানা যায়, জানার চেষ্টা করুন। শেষ দেখে ছাড়ুন। শেষ দেখতে যাওয়ার চেষ্টা থেকেই দেখবেন কতদূর চলে এসেছেন। কত কিছু শিখে ফেলেছেন। এরপর নিজের জানাটাকে কাজে লাগানোর চেষ্টা করুন।
যদি মনে হয় আপনি ভুল কিছুতে এতদিন সময় দিয়েছে, তাহলে নতুন আরেকটা বিষয়তে সময় দিন। যদি মনে করেন আপনার হাতে সময় নেই, তাহলে ভুল। আপনার হাতে অনেক সময় আছে। শেখার পেছনে সময় দিলে তা কোন না কোন ভাবে কাজে লাগবেই। এত দিনে আপনার যে বুদ্ধি জ্ঞান হয়েছে, নতুন বিষয়টা আগের থেকে অনেক বেশি ওয়াইজলি পছন্দ করতে পারবেন। নতুন এ বিষয়টা শিখতে আরো অনেক কম সময় লাগবে। শেখা শেষে কাজে লাগান। ভালো কিছু নিশ্চিত।
লেখাটি হুবহু আমার সাথে মিল। আমি নিজে নিজে HTML, CSS, W3CSS, Foundation, JavaScript, Hadoop, Pandas, MySQL, SQLite, MongoDB, Bootstrap, Bulma, Jquery, React, VueJS, Angular, PHP, WordPress, Laravel, Python, Flask, Cherrypy, সবগুলোতে কম বেশ দৌড় ঝাপ দিয়ে সময় নষ্ট করে টেমপ্লেটের জন্য Bulma, ফ্রন্টএন্ডের জন্য React, ব্যাকএন্ডের জন্য Django এবং ডাটাবেইজের জন্য Postgres এ থিতু হয়েছি। তবে মনে রাখতে হবে যে, যখনই হতাশা ভর করেছে তখনই আপনার ব্লগে সময় দিয়েছি। দোয়া করবেন। চল্লিশোর্ধ অর্ধ শিক্ষিত একজন বড় আশা নিয়ে এগুচ্ছে। জ্যাংগো শুরু করতেই যথেষ্ট বেগ পেতে হয়েছে। এখন যদিও বিগিনার। তবে লাইন পেয়েছি।
লিখাটা পরে অনেক শান্তি পেলাম। অনেক কিছু শিখার পর এখন মনে হচ্ছে কি করলাম? দোয়া করবেন নতুন কিছু শিখা সুরু করে দিছি।