ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট

অনেকেই ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট  এর মধ্যে গুলিয়ে ফেলে। দুইটা দুই জিনিস।

 

ওয়েব ডিজাইনিং হচ্ছে ডিজাইনিং পার্ট। যা সাধারণত ফটোশপ বা যে কোন গ্রাফিক্স ডিজাইনিং টুল দিয়ে করা হয়।

 

ডিজাইনিং হয়ে যাওয়ার পর তা দেখে দেখে কোড করার পার্ট টুকু হচ্ছে ডেভেলপমেন্ট। এই তো, সিম্পল।

 

আপনি যদি ভালো ফটোশপ পারেন, ওয়েব ডিজাইনিং বা যে কোন ধরণের ডিজাইনিং এর কাজ করতে পারেন। যদি কোডিং স্কিল থাকে, যেমন এইচটিএমএল, সিএসএস ইত্যাদি, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট দেখতে পারেন।

 

যদি দুইটার একটাও জানেন না, তাহলে যেটাতে আপনার আগ্রহ, সেটা শিখে নিতে পারেন। গুগলে একটু সার্চ করলেই দারুণ সব টিউটোরিয়াল এবং ফ্রি কোর্স পাওয়া যাবে।

3 thoughts on “ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট”

Leave a Reply