ওয়ার্ডপ্রেসের টপ এডমিন বারে ওয়ার্ডপ্রেসের একটি লিঙ্ক থাকে। ঐখানে মাউস নিলে কিছু লিঙ্ক দেখায়। আপনি ইচ্ছে করলে এ লগোটা সরিয়ে দিতে পারেন।
তার জন্য আপনার থিমের functions.php ফাইল খুলে নিছের কোড গুলো যুক্ত করে দিনঃ
function top_admin_bar_remove() {
global $wp_admin_bar;
$wp_admin_bar->remove_menu('wp-logo');
}
add_action('wp_before_admin_bar_render', 'top_admin_bar_remove', 0);
বিদ্রঃ কোড গুলো php end tag [?>] এর আগে যুক্ত করবেন। বা ?> এর পরেও যুক্ত করতে পারেন আরেকটি php block লিখে। তার জন্য নিচের মত করে লিখবেনঃ
<?php
function top_admin_bar_remove() {
global $wp_admin_bar;
$wp_admin_bar->remove_menu('wp-logo');
}
add_action('wp_before_admin_bar_render', 'top_admin_bar_remove', 0);
?>