মাঝে মাঝে শরীর যখন ঝিমিয়ে যায়, কাজ বা পড়ালেখা করতে ইচ্ছে করে না, তখন দরকার হয় একটু খানি এনজাইমের।
আমরা যারা প্রযুক্তি নিয়ে কাজ করি, তাদের এনজাইমের উৎস হচ্ছে বিভিন্ন টেক কনফারেন্স। ঝিমিয়ে যাওয়া মন এনজাইম সংগ্রহ করে আবার চঞ্চল হয়ে উঠে। নতুন করে পূর্ণ উদ্দমে সব কিছু করার ইচ্ছে যাগে। ঐ ইচ্ছেটাকে কাজে লাগিয়ে করে ফেলা যায় দারুণ কিছু।
যেমন আজ ছিল এনভাটো কনফারেন্স। এনভাটো মার্কেটপ্লেস সম্পর্কে যাদের এখন ও ধারণা নেই তাদের বলব একটু জেনে নিতে। আজ এই কনফারেন্সে এনভাটো মার্কেটপ্লেস এর এলিট অথররা শেয়ার করেছে তাদের গল্প। ব্যর্থতার গল্প। সফলতার গল্প। নিজেদের জীবন থেকে শেখা কিছু টিপস। এমন না যে এগুলো শুধু এনভাটোর জন্যই উপযোগী, এগুলো ছিল অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ার টিপস।
এসব কনফারেন্সর যে অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের একই মনের মানুষ গুলোর মিলন। এক জনের সাথে আরেক জনের দেখা হওয়া। কথা বলা। যাদের সাথে শুধু অনলাইনেই কথা হতো, হাই হ্যাল্লো হতো, তাদের সবার সাথে সরাসরী কথা বলা, আড্ডা দেওয়া, অটোগ্রাফ, ফটোগ্রাফ কত্ত কিছু! আজও ব্যতিক্রম ঘটে নি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসে হাজির। এক সাথে সবাইকে দেখে মন ভালো হয়ে যায়। দারুণ ভালো লাগে।
কনফারেন্স, আড্ডা শেষে ছিল ডিনার পার্টি। এনভাটোর এলিট অথরদের সাথে। এলিটদের সাথে খাওয়া দাওয়া করে এখন বাসায়। বাসায় বসে থাকলে মিস করতাম, দারুণ একটা কনফারেন্স। সুন্দর একটা দিন ছিল। অরগানাইজার, স্পন্সর এবং দূর দূরান্ত থেকে এসে ইভেন্টটিকে সফল করার জন্য সকল পার্টিসিপেটকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভলেন্টিয়ারদেরকে।