এডসেন্স, এডমব বা যে কোন এড নেটওয়ার্কের Request RPM নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়ে। এটা কখনো $0.50 কখনো $5.00 আবার কখনো কখনো $150.00 ও দেখা যায়। RMP মানে হচ্ছে Revolutions per minute। গুগলের এডসেন্স বা এডমবের জন্য যা হচ্ছে Revenue per thousand impressions (RPM)।
মানে হচ্ছে আপনার ওয়েব সাইটে বা অ্যাপে যদি একটা এড ১০০০ বার শো করে, তাহলে RPM যত ডলার, আপনি তত ডলার পাবেন। এখন যদি RPM $100 ডলার হয়, আপনি ১০০ ডলার পাবেন।
এখন এক একটা এডের জন্য বাজেট এক এক রকম। এড গুগলে দেখায় না। গুগল বিভিন্ন কোম্পানির এড সার্ভ করে। এক একটা কোম্পানির এডের বাজেট এক এক রকম থাকে। কেউ কেউ ১০০০ ইম্প্রেশনের জন্য পে করে ১০০ ডলার। আবার কেউ কেউ মাত্র ১ ডলার। আর গুগল একটা নির্দিষ্ট পার্সেন্টিজ রেখে বাকিটা আপনাকে দেয়। যেমন ৬৮% বা এমন আপনার সাথে শেয়ার করবে।
এখন ১০০ ডলার বাজেটের এডটি আপনার পেইজে / অ্যাপে মাত্র দুই একবার দেখাতে পারে। ভাগ্য ভালো থাকলে বেশি বার। আবার ১ ডলার বাজেটের এডটি দেখাতে পারে অনেক বার। তখন আপনার রেভিনিউটা হবে সব গুলোর এভারেজ। ভালো নিউজ হচ্ছে আপনি যদি ভালো কিওয়ার্ড ফোকাস করেন, তাহলে আপনি ভালো রেভিনিউ পেতে পারেন।
ইমেজটি দেখুন, টপ ২০টি কিওয়ার্ড .. গুগলে high rpm keyword লিখে সার্চ করে দেখুন। এরপর টপ কিওয়ার্ড ফোকাস করে যদি অ্যাপ বা ওয়েব সাইট তৈরি করতে পারেন, তাহলে সহজেই ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। শুভ কামনা, সবার জন্য 🙂
1 thought on “এডসেন্স, এডমব বা যে কোন এড নেটওয়ার্কের RMP”