গুগল এডসেন্স / এডমব একাউন্টে নির্দিষ্ট পরিমান টাকা জমা হওয়ার পর একাউন্টে দেওয়া ঠিকানায় চিঠিয়ে পাঠিয়ে থাকে। চিঠি পাঠানোর ৩০ দিনের মধ্যেই পেয়ে যাওয়ার কথা। যদি না পেয়ে থাকেন, তাহলে আবার পিন পাঠানোর জন্য রিকোয়েষ্ট করতে পারেন।
দ্বিতীয় বারও যদি পিন না পেয়ে থাকেন, তাহলে তৃতীয় বার রিকোয়েস্ট পাঠাতে পারেন… তৃতীয় বার রিকোয়েস্ট পাঠানোর কিছুদিনের মধ্যে আপনাকে আপনার আইডিকার্ড দিয়ে একাউণ্ট ভেরিফাই করার অপশন দিবে। যে কোন ID কার্ড এর ফটো তুলে বা স্ক্যান করে আপলোড করার সাথে সাথেই একাউণ্ট ভেরিফাই করে দিবে। পাসপোর্ট থাকলে তা ব্যবহার করতে পারেন। আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিয়েও কাজ হওয়ার কথা। এরপর আপনার ব্যাঙ্কের Swift কোড, এবং একাউণ্ট নাম্বার যুক্ত করে দিলেই হবে। প্রতি মাসের ২২-২৪ তারিখের মধ্যে আপনার একাউন্টে যদি ১০০ ডলারের বেশি টাকা থাকে, তাহলে তা পাঠিয়ে দিবে। ২৬-৩০ তারিখের মধ্যেই ব্যাঙ্কে টাকা চলে আসবে।
Swift কোডের জন্য ব্র্যাঞ্চের নাম + swift কোড লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। বা নিচের লিঙ্ক থেকেও খুজে নিতে পারেন। আর একাউন্ট নাম্বার হচ্ছে সম্পুর্ণ একাউণ্ট নাম্বার। সম্ভবত ১৫ ডিজিটের নাম্বারটি…
http://www.theswiftcodes.com/bangladesh/
গুড লাক 🙂