এমন একজন ছিল, যার জন্য আমার সব গুলো সময় ছিল। সে যা বলত, খুব আগ্রহের সাথে করতাম। তার কথা শুনার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম।
তার ইমেইলে কোন সমস্যা হলে দেখে দিতাম। ফেসবুকে কোন সমস্যা হলে সলভ করে দিতাম। তার মোবাইলে কোন অ্যাপ দরকার হলে ডাউনলোড করে দিতাম। কোন অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয়, তা বুঝিয়ে দিতাম। আমি এসব কত আগ্রহ নিয়েই না করতাম।
আস্তে আস্তে আমার অবচেতন মন ভাবতে শুরু করল, তার সব সমস্যা শুধু আমিই সমাধান করে দিব। ভাবতে শুরু করল, আমার সময় সব গুলো যেমন তার জন্য, তার সময় গুলোও আমার জন্য। কিন্তু তার সমস্যা গুলো সমাধান করার জন্য আরো অনেকেই রয়েছে। আমি শুধু তাদের মধ্যে একজন। তাকে সময় দেওয়ার জন্য আরো কত জনই না আছে। তাদের মধ্যে আমি একজন। খুব সাধারণ একজন। অথচ আমি অসাধারণ হতে চেয়েছি।
আমি তার কাছে যেতে চেয়েছি। আরো কাছে। অথবা তাকে কাছে পেতে চেয়েছি। অথচ সে অন্য কারো কাছে। এভাবেই আমি দূরে রয়ে গিয়েছি। দূর থেকে আরো বেশি দূর চলে গিয়েছি।
really awesome feeling story.like it