BYTubeD – Bulk YouTube video Downloader ফায়ারফক্স এডঅন দিয়ে সহজেই ইউটিউব থেকে একটা প্লে লিস্ট বা একটা চ্যানেল এর সকল ভিডিও এক সাথে ডাউনলোড করা যায়।
- প্রথমে BYTubeD – Bulk YouTube video Downloader ফায়ারফক্স এ যুক্ত করে নিন।
- একটি চ্যানেল/প্লে লিস্ট এর উপর রাইট ক্লিক করে BYTubeD সিলেক্ট করুন।
- ভিডিও লিস্ট লোড হবে। যে যে ভিডিও ডাউনলোড করতে চান তা Shift key চেপে ধরে সিলেক্ট করুন বা এক Ctrl+A চেপে ধরে সব গুলো সিলেক্ট করন।
- ভিডিও কোয়ালিটি, ফরমেট, আর লোকেশন সেট করে দিয়ে Start এ ক্লিক করন। তাহলে ভিডীও গুলো ডাউনলোড হতে থাকবে।
4K Video Downloader দিয়েও ভিডিও প্লে লিস্ট ডাউনলোড করা যায়। তার জন্যঃ
1.4K Video Downloader সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
2. যে প্লেলিস্টটি ডাউনলোড করতে চান তা কপি করুন।
3. 4K Video Downloader ওপেন করে ‘Paste Url’ এ ক্লিক করুন।
4. ‘Download Playlist’ এ ক্লিক করন।
5. সফটওয়ারটি ইনফরমেশন কালেক্ট করা পর্যন্ত কিছুক্ষন অপেক্ষা করুন ।
6. ভিডিও কোয়ালিটি ঠিক করে তারপর ‘Download’ এ ক্লিক করুন।.
7. ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 🙂
ভাইয়া আমাদের নেটের যে স্পীড ডাউনলোড করতেই ভয় লাগে । তবে আপনার লেখা পূর্বের মতয় খুব ভালো হয়েছে ।
valo lago . onek upokare aslo