আমাদের কেউ পড়ে ভালো শিখতে পারে, কেউ শুনে। আবার কেউ শিখতে পারে কোন একটা কিছু নিজে নিজে করে।
যে পড়ে কোন কিছু সহজে শিখতে পারে, সে সারাদিন একটা বিষয়ের উপর লেকচার শুনেও ভালো একটা শিখতে পারবে না।
কেউ ভিডিও দেখে খুব দ্রুত কোন একটা বিষয় শিখতে পারে। আবার অনেকে ভিডিও দেখে বোরিং ফীল করে। সে একটা আর্টিকেল পেলেই খুব দ্রুত শিখে নিতে পারে। আপনি কিভাবে ভালো শিখতে পারেন, তা নিজে নিজে টেস্ট করে নিতে পারেন।
নিজে কিসে ভালো এটা জানা গুরুত্বপূর্ণ। তা না হলে নিজের সব গুলো সময় এবং শ্রম ভুল জায়গায় ব্যয় করতে হবে। এসব নিয়ে ছোট্ট একটা বই রয়েছে Managing Oneself নামে। সুযোগ পেলে পড়ে ফেলতে পারেন 🙂