আইওএস এ প্রগ্রেস দেখানো – SVProgressHUD

আইওএসে প্রগ্রেস দেখানোর জন্য দারুণ একটা লাইব্রেরী হচ্ছে SVProgressHUD। এটির ব্যবহার খুব সহজ। CocoaPods ব্যবহার করে খুব সহজেই আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। CocoaPods এর ব্যবহার নিয়ে বিস্তারিতঃ

প্রজেক্টে SVProgressHUD যুক্ত করার জন্য Podfile এ লিখতে হবেঃ


pod 'SVProgressHUD'

SVProgressHUD প্রজেক্টে ইম্পোর্ট করে নিতে হবে। কোন ইরর দিলে প্রজেক্টটি রি-বিল্ড করে নিলেই হবে। প্রগ্রেস দেখানোর জন্য লিখতে হবেঃ


SVProgressHUD.show()

 

প্রগ্রেস হাইড করার জন্য লিখতে হবেঃ


SVProgressHUD.dismiss()

 

সিম্পল। আরো বিস্তারিত জানার জন্য SVProgressHUD এর গিটহাব পেইজ দেখতে পারেন।

 

Leave a Reply